এক্সপ্লোর
Advertisement
আসলে ডোবেনি, বাড়ি থেকে পালানোর জন্য খালে পড়ার গল্প রটায় পঞ্জাবের ২ তরুণী, জানাল পুলিশ
গুরুদাসপুর: গতকাল সকালে সেলফি তোলার সময় পঞ্জাবের ২ ছাত্রী খালে পড়ে ডুবে গিয়েছে বলে যে খবর শোনা যায়, আসলে তা ভুয়ো। পুলিশ জানিয়েছে, মেয়েদুটি বাড়ি থেকে পালিয়েছে, আসল ঘটনা লুকোতে তারাই বানিয়েছে ডুবে যাওয়ার গল্প।
গতকাল জানা যায় লাভপ্রীত কাউর ও নিশা নামে ১৯ ও ১৮ বছরের দুই তরুণী গুরুদাসপুর-শ্রী হরগোবিন্দপুর রোডের ওপর সাথিয়ালি ব্রিজ থেকে নীচের খালে পড়ে যায়। বাড়ি এসে তাদের ডুবে যাওয়ার কথা বলে লাভপ্রীতের বোন ১৭ বছরের সোফিয়া।
কিন্তু খাল তন্নতন্ন করে খোঁজা সত্ত্বেও তাদের দেহ পায়নি পুলিশ। খালের জল প্রবাহ কমিয়ে দেওয়া হয়, তল্লাশি চলে ডুবুরি নিয়ে। তারপরেও তাদের দেহ উদ্ধার না হওয়ায় ফের সোফিয়াকে জেরা শুরু করে পুলিশ। তখন সে স্বীকার করে, পালিয়ে যাওয়ার জন্য লাভপ্রীত ও নিশাই তাকে বাড়ি ফিরে বাবা মায়ের কাছে জলে ডোবার কথা বলতে বলেছে।
সোফিয়া জানিয়েছে, কারও সঙ্গে একটি গাড়িতে চড়ে পালিয়েছে তারা। যদিও গাড়িটি সে সনাক্ত করতে পারেনি। পুলিশ এখন মেয়েদুটির সন্ধান করছে।
এই ঘটনার নানা দিক তদন্ত করে দেখা হচ্ছে। প্রেমের সম্ভাবনাও বাদ দেওয়া হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement