এক্সপ্লোর
Advertisement
১৪বছর বাদে গ্রেফতার গোধরাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ভানা
আমদাবাদ: ১৪ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর ধরা পড়ল ২০০২-এর গোধরা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্তদের অন্যতম, ফারুক মহম্মদ ভানা। গুজরাতের সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস) ভানাকে গ্রেফতার করেছে। জনৈক এটিএস অফিসার বলেছেন, আজ মুম্বই থেকে গোধরা যাচ্ছিল সে। সূত্র মারফত খবর পেয়ে পাঁচমহল জেলার কালোল টাউনের এক টোল প্লাজার সামনে ওকে পাকড়াও করি আমরা। গোধরা হত্যাকাণ্ডের অন্যতম চক্রী ও। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে গোপনে দেখা করতেই সেখানে এসেছিল ভানা।
২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গোধরা রেল স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অযোধ্যা ফেরত্ ৫৯ জন করসেবক প্রাণ হারান। তার জেরে ভয়াবহ হিংসার আগুন জ্বলে ওঠে গুজরাতে।
এটিএস জানিয়েছে, ঘটনার সময় ভানা স্থানীয় কর্পোরেটর ছিল। গ্রেফতারি এড়াতে সে মুম্বই চলে যায়। সেখানে গিয়ে জমি-জমা, সম্পত্তির দালালির ব্যবসায় নামে।
তার বিরুদ্ধে এফআইআরে গোধরা স্টেশনে বাকি অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে ওই ট্রেনের এস-৬ কামরায় আগুন লাগানোর ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। বলা হয়েছে, ট্রেনে আগুন লাগানোর ঘটনার মাথা বলে গ্রেফতার হওয়া মৌলানা উমরজির নির্দেশমতো ভানা, আরেক অভিযুক্ত বিলাল হাজির সঙ্গে বাকিদের ওই কামরা জ্বালিয়ে দিতে বলেছিল। উমরজি অবশ্য পরে ছাড়া পেয়ে যায়।
২০১১ সালে নিম্ন আদালতের রায়ে ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই মামলায়। ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজার নির্দেশকে গুজরাত হাইকোর্টে চ্যালেঞ্জ করে দোষীরা। সেই রায় এখনও বেরয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement