এক্সপ্লোর
‘ভারতের শীর্ষ ১০ অপরাধী’-তালিকায় মোদীর নাম, গুগলকে আইনি নোটিস আদালতের

নয়াদিল্লি: ভারতের ১০ শীর্ষ অপরাধী কারা? লিখে যদি গুগলে ফটো-সার্চ করা হয়, তাহলে সেখানে ফুটে উঠবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ! গুগলের এই ‘বিভ্রান্তির’ জন্য বিশ্বখ্যাত মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাকে আইনি নোটিস পাঠাল ইলাহাবাদ জেলা আদালত। খবরে প্রকাশ, আদালত নির্দেশ দিয়েছে গুগলের সিইও এবং ভারত-প্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে। গত বছরের নভেম্বর মাসে গুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সুশীল কুমার মিশ্র। কিন্তু, বিচারক বিষয়টিকে দেওয়ানি বলে খারিজ করে দেন। এরপরই জেলা আদালতে আবেদন করেন মিশ্র। এদিন সেই আবেদনের প্রেক্ষিতেই নির্দেশ দিয়েছে আদালত। মোদীর নাম এইভাবে তাদের সার্চে উঠে আসায় গত বছরের জুন মাসে ক্ষমাপ্রার্থনা করেছিল গুগল। সংস্থার মুখপাত্র জানিয়েছিলেন, ওই তালিকা গুগলের মনোভাবের প্রতিফলন নয়। এমন তালিকা প্রকাশ পাওয়ায় সংস্থা যারপরনাই উদ্বিগ্ন। তাঁর দাবি, কোনও কোনও নির্দিষ্ট প্রশ্নে ইন্টারনেট এরকম অপ্রত্যাশিত উত্তর দেয়। ঘটনার জেরে উৎপন্ন হওয়া যাবতীয় বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তার জন্য গুগল ক্ষমাপ্রার্থী। তিনি যোগ করেন, এধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য গুগল প্রতিনিয়ত ‘অ্যালগোরিদম’-এর উন্নতি করতে থাকে। মামলার পরবর্তী শুনানি ৩১ আগস্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















