এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুর শিশুমৃত্যু: সরিয়ে দেওয়া হল চিকিৎসক কাফিল খানকে
গোরক্ষপুর: গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হল শিশু মৃত্যুর সময় হাসপাতালে ৩টি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দেওয়া চিকিৎসক কাফিল খানকে। তাঁর বিরুদ্ধে সরকারি হাসপাতালে চাকরি করার পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
কাফিল ছিলেন এনসেফ্যালাইটিস বোর্ডের ইনচার্জ। তাঁর জায়গায় আনা হয়েছে আর এক চিকিৎসক মহেশ শর্মাকে।
শোনা যাচ্ছিল, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় কাফিল নিজে চেষ্টা করে ৩টি সিলিন্ডার এনে বেশ কয়েকটি শিশুর প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু পরে জানা যায়, তাঁর আলাদা নার্সিংহোম রয়েছে। সেখানে তিনি ব্যবহার করতেন বিআরডি হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার। বেগতিক দেখে সেই সিলিন্ডারগুলিই হাজির করেন। অথচ সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় প্রাইভেট প্র্যাকটিস না করার ব্যাপারে তিনি হলফনামা দিয়েছিলেন।
কাফিল ও তাঁর স্ত্রী ডেন্টিস্ট সাবিস্তা খান গোরক্ষপুরেই মেডিস্প্রিং চিলড্রেন হাসপাতাল চালান। যদিও তাঁর আত্মীয়দের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন, আগে ওই হাসপাতালে কাফিল কাজ করতেন ঠিকই কিন্তু সরকারি চাকরি পাওয়ার পর তা ছেড়ে দিয়েছেন। যদিও হাসপাতালের বোর্ডে তাঁর নাম বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর পরেও লেখা ছিল। এখন অবশ্য তা সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের ক্যালেন্ডার সহ এমন বেশ কিছু জিনিস প্রকাশ্যে এসেছে, যেখানে কাফিলের নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে কয়েক বছর আগে ধর্ষণেরও অভিযোগ ওঠে যদিও পরে তা খারিজ করে পুলিশ। এছাড়া অন্যের নামে তিনি মেডিক্যাল পরীক্ষাতেও বসেন বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement