এক্সপ্লোর
আর ফেব্রুয়ারি নয়, এবার থেকে জানুয়ারিতে পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট
নয়াদিল্লি: ফেব্রুয়ারির ২৮। লিপ ইয়ার হলে ২৯। এই তারিখেই বছরের পর বছর পেশ হয়ে এসেছে কেন্দ্রীয় বাজেট। কিন্তু এবার থেকে বাজেট পেশ হতে পারে এক মাস এগিয়ে, জানুয়ারিতে, যাতে নতুন অর্থবর্ষ শুরুর আগেই বাজেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম মিটিয়ে ফেলা যায়।
পাশাপাশি আলাদা করে রেল বাজেট পেশ তুলে দেওয়ারও চিন্তাভাবনা চলছে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি চালু হওয়ায় এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স ও অন্যান্য সেস জিএসটিতে মিশে গেছে। তাই চেষ্টা চলছে বাজেট সংক্রান্ত নথিপত্র আরও কমিয়ে আনার।
জানা গেছে, কেন্দ্র মনে করছে, বাজেট সংক্রান্ত কাজকর্ম প্রতি বছর ৩১ মার্চের মধ্যে চুকিয়ে ফেলা উচিত। যেভাবে এখন ফেব্রুয়ারি ও মে- দুই পর্বে বাজেট অধিবেশন চলে, তার বিরোধিতা করেছে তারা। সংবিধানে বাজেট পেশের কোনও নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকলেও সাধারণত ফেব্রুয়ারির শেষ কাজের দিনে কেন্দ্রীয় বাজেট পেশ হয়, আর সংসদে তা অনুমোদন পর্ব চলে মে মাসের মাঝামাধি পর্যন্ত, দুই পর্বে। যেহেতু পয়লা এপ্রিল অর্থবর্ষ শুরু হয়, তাই মার্চে কেন্দ্র ২-৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করে। সূত্রের খবর, মোদী সরকার ভাবছে, যদি গোটা প্রক্রিয়া এক মাস আগে শুরু করা যায়, তাহলে আর ভোট অন অ্যাকাউন্টের দরকার পড়বে না, ৩১ মার্চের আগেই পূর্ণ বাজেট পাশ করিয়ে নেওয়া যাবে।
তাই জানুয়ারির শেষ সপ্তাহে, সম্ভব হলে ৩১ তারিখে বাজেট পেশের কথা ভাবা হচ্ছে, যাতে ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে যেতে পারে গোটা প্রক্রিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement