এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ২টি অর্থবর্ষে ২.১১ লক্ষ কোটি মূলধন দেবে কেন্দ্র, ঘোষণা
নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে ২ বছরে ২.১১ লক্ষ কোটি টাকা মূলধন দেবে বলে জানাল কেন্দ্র।
অনুত্পাদক সম্পদের ধাক্কায় কাবু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আগামী দুটি অর্থবর্ষে মূলধন জুগিয়ে সাহায্য করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আর্থিক পরিষেবা সংক্রান্ত সচিব রাজীব কুমার। তিনি জানান, ১.৩৫ লক্ষ কোটি দেওয়া হবে রিক্যাপিটালাইজেশন বন্ডের মাধ্যমে, বাকি ৭৬ হাজার কোটি টাকা দেওয়া হবে বাজেট সহায়তা হিসাবে।
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুত্পাদক সম্পদের পরিমাণ ২০১৫-র মার্চের ২.৭৫ লক্ষ কোটি থেকে বেড়ে ২০১৭-র জুনে দাঁড়িয়েছে ৭.৩৩ লক্ষ কোটি টাকা।
টাকা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক বৈঠকে জানান, মূলধন দিয়ে পুষ্ট করার পাশাপাশি ব্যাঙ্কিং নিয়মের ক্ষেত্রেও বেশ কয়েক দফা সংস্কার করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কী কী সংস্কারমূলক পদক্ষেপ করা হচ্ছে। বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্যও সময় মতোই প্রকাশ করা হবে বলে জানান জেটলি।
পাশাপাশি ইন্দ্রধনুশ পরিকল্পনায় ব্যাঙ্কগুলি ১৮ হাজার কোটি টাকা পাবে বলেও জানান জেটলি।
২০১৫-য় চালু ইন্দ্রধনুশ রোডম্যাপের আওতায় আন্তর্জাতিক বাজারের ঝুঁকির সঙ্গে তাল রেখে ব্যাঙ্কগুলির মূলধনী চাহিদা মেটাতে সরকার ৪ বছরে ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি জোগান দেবে বলে জানায়। সেই অনুসারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ২০১৫-১৬য় ২৫ হাজার কোটি টাকা দেওয়া হয়। পরের বছরগুলির জন্যও সমপরিমাণ অর্থ বরাদ্দ হয়। তাছাড়াও ২০১৭-১৮ ও ২০১৮-১৯ এ ১০ হাজার কোটি টাকা করে পাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement