বিএসএনএল পুনরুজ্জীবনে অর্থ লগ্নি, প্রযুক্তি আধুনিকীকরণের ভাবনা কেন্দ্রের
টেলিকম পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল।
নয়াদিল্লি: প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এ আর্থিক লগ্নির বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে কেন্দ্র। টেলিকম পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল। এমতাবস্থায়, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পুনরুজ্জীবিত করতে বিএসএনএল-এ প্রযুক্তি আধুনিকীকরণ এবং উন্নয়নের জন্য অর্থ লগ্নি করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন, টেলিকম সেক্টরে আরও স্থিতধি আনতে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে টেলিকম ও ডেটা রেট অত্যন্ত সস্তা। মন্ত্রকে রবিশঙ্করের ডেপুটি প্রতিমন্ত্রী সঞ্জয় শমরাও বলেন, বিএসএনএল-এর মান্ধাতার আমলের প্রযুক্তি নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন। তাই দেশের সর্বত্র ৪জি পরিষেবা অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রযুক্তি আধুনিকীকরণ করা হবে। সঞ্জয় আরও বলেন, কর্মীদের বেতন বাবদ মোট আয়ের ৭৫ শতাংশ খরচ করতে হয় বিএসএনএল-কে। সেখানে বেসরকারি সংস্থাগুলি অনেক কম খরচে কর্মী নিয়োগ করে। সঞ্জয় জানান, বিএসএনএল-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার ৫৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব খারিজ করা হয়েছে।