চপ্পল-বিতর্ক: কেন্দ্রের চাপেই গায়কোয়াড়ের উড়ান-নিষেধাজ্ঞা তুলল এয়ার ইন্ডিয়া?

নয়াদিল্লি: শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর জারি হওয়া উড়ান-নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কেন্দ্রের তরফে এয়ার ইন্ডিয়ার ওপর রীতিমতো চাপসৃষ্টি করা হয়েছিল বলে জানা গিয়েছে।
রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থার এক কর্তার মতে, বিমানসংস্থার কর্মীকে মারধর করার ঘটনায় অভিযুক্ত সাংসদ গায়কোয়াড়ের বিরুদ্ধে এফআইআর করা এবং উড়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে এয়ার ইন্ডিয়া নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সঙ্গে কোনওপ্রকার আলোচনা করা হয়নি।
এরসঙ্গেই তিনি যোগ করেন, বিমানসংস্থা বা ওই কর্মীর কাছে ক্ষমাপ্রার্থনা না করা সত্ত্বেও সরকারি নির্দেশ থাকায় সাংসদের বিরুদ্ধে নিযেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফে একটি চিঠিতে সুপারিশ করায় গত শুক্রবার গায়কোয়াড়ের ওপর থেকে উড়ান-নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এয়ার ইন্ডিয়া।
মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত অশোক গজপতি রাজুকে লেখা একটি চিঠিতে গায়কোয়াড় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেও, বিমান সংস্থা বা ওই কর্মী, যাঁকে তিনি ২৫ বার চটি দিয়ে মেরেছেন, তাঁর কাছে ক্ষমা চাননি। এই চিঠির প্রেক্ষিতে মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় এয়ার ইন্ডিয়াকে। সেখানে বলা হয়, গায়কোয়াড় যে ক্ষমা চেয়েছেন, তাঁর প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান সংস্থাগুলির উচিত তাঁর ওপর থেকে উড়ান-নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।






















