মধ্যপ্রদেশ: খোলা জায়গায় শৌচকর্ম, সাসপেন্ড সরকারি স্কুল শিক্ষক
![মধ্যপ্রদেশ: খোলা জায়গায় শৌচকর্ম, সাসপেন্ড সরকারি স্কুল শিক্ষক Govt School Teacher In Mp Suspended For Open Defecation মধ্যপ্রদেশ: খোলা জায়গায় শৌচকর্ম, সাসপেন্ড সরকারি স্কুল শিক্ষক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/13171126/open-defecation-swachh-bharat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভোপাল: খোলা জায়গায় শৌচকর্ম করার অভিযোগে এক সরকারি স্কুলের শিক্ষককে সাসপেন্ড করল মধ্যপ্রদেশ প্রশাসন।
গত সোমবার, অশোকনগর জেলার শিক্ষা আধিকারিক আদিত্য নারায়ণ মিশ্র ওই সাসপেনসন অর্ডার জারি করেন। সেখানে বলা হয়েছে, খোলা জায়গায় শৌচকর্ম করা শুধু অশোভন আচরণই নয়, তা সরকারের নির্দেশিকার লঙ্ঘনের সামিল।
জানা গিয়েছে, সম্প্রতি ওই শিক্ষককে খোলা জায়গায় শৌচকর্ম করতে যাওয়ার পথে দেখতে পান স্বচ্ছ ভারত মিশনের কর্মীরা। তারপরই ওই শিক্ষকের বিরুদ্ধে কালেক্টরের কাছে জমা পড়ে রিপোর্ট।
এদিন আদিত্য বলেন, প্রকাশ্যে শৌচকর্ম করার অভিযোগে জেলা কালেক্টরের নির্দেশানুসারে রাজ্যের শিক্ষা দফতর ওই বুদেরা গ্রামের সরকারি স্কুলের ওই সহকারি শিক্ষককে সাসপেন্ড করেছে। সাসপেনসনের নির্দেশ অবিলম্বে কার্যকর হচ্ছে বলেও জানিয়ে দেন ওই আধিকারিক।
তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনের আওতায়, শিক্ষক হিসেবে তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল অন্যরা যাতে এই কাজ না করেন, তার ওপর নজর রাখা। কিন্তু উল্টে নিজের বাড়িতে শৌচালয় থাকা সত্ত্বেও ওই শিক্ষকের বিরুদ্ধেই প্রকাশ্যে শৌচাকর্ম করার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে মধ্যপ্রদেশের রাইসেন জেলার বিরপুর গ্রামে খোলা জায়গায় শৌচকর্ম করার অভিযোগে ১৩টি পরিবারকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)