এক্সপ্লোর
আজ লোকসভায় পেশ হতে পারে সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল

নয়াদিল্লি: লোকসভায় আজ সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল পেশ করতে চলেছে কেন্দ্র। এই বিল আইনে পরিণত হলে, বেসরকারি সংস্থার কর্মীরাও ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন। আগে এই ছুটির সর্বোচ্চসীমা ছিল ১২ সপ্তাহ। ফলে উপকৃত হবেন প্রায় ১৮ লক্ষ মহিলা কর্মী। এর আগে গত অগাস্টে রাজ্যসভায় পাস হয় সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল। যে সব মহিলা সন্তান দত্তক নেবেন, অর্থাৎ, ‘অ্যাডপ্টিং মাদার’-দের জন্যও এই বিলে সংস্থান রয়েছে। যে কর্মরত মহিলারা সন্তানলাভের জন্য ‘অন্যের গর্ভ’ ভাড়া নেবেন, তাঁদের ছুটির জন্যও বিলে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল আইনে পরিণত হলে, মাতৃত্বকালীন ছুটির নিরিখে কানাডা এবং নরওয়ের পর ভারতই হবে তিন নম্বর দেশ। কানাডায় ৫০ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি মেলে। নরওয়েতে মাতৃত্বকালীন ছুটি ৪৪ সপ্তাহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















