স্বাধীনতা সংগ্রামীদের নাতনিদের বিয়ের ভাতা ৪ থেকে বেড়ে ৫০ হাজার, ঘোষণা উত্তরাখণ্ড প্রশাসনের

দেহরাদুন: স্বাধীনতা সংগ্রামীদের নাতনিদের বিয়ের জন্য এবার থেকে ৫০ হাজার টাকা এককালীন ভাতা দেওয়ার ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। এতদিন এই ভাতা চার হাজার টাকা ছিল।
বুধবার উত্তরাখণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী তথা রাজ্য সরকারের মুখপাত্র মদন কৌশিক জানান, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি, জনকল্যাণের স্বার্থে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেমন—প্রতি মাসের প্রথম মঙ্গলবার জেলাশাসক তাঁদের সংশ্লিষ্ট জেলায় মহকুমা দিবস পালন করবে। সেখানে সরাসরি জনতার অভিযোগ শুনে যথাযথ ব্যবস্থাগ্রহণ করবেন তাঁরা।
এছাড়া, জেলার ভারপ্রাপ্ত মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, ৪৫ দিনে অন্তত একবার নিজেদের দায়িত্বপ্রাপ্ত জেলা সফরে গিয়ে জনতার থেকে খোঁজখবর নিতে, তাঁদের সমস্যার সমাধান কতটা হয়েছে।






















