এক্সপ্লোর
উন্নাও গণধর্ষণ: 'দোষীরা রেহাই পাবে না', অবশেষে মুখ খুললেন যোগী
![উন্নাও গণধর্ষণ: 'দোষীরা রেহাই পাবে না', অবশেষে মুখ খুললেন যোগী 'Guilty won't be spared', CM Yogi breaks silence on Unnao Gangrape Case উন্নাও গণধর্ষণ: 'দোষীরা রেহাই পাবে না', অবশেষে মুখ খুললেন যোগী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/07190704/Yogi-1-502x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উন্নাও গণধর্ষণের ঘটনা নিয়ে এতদিন টুঁ শব্দটিও করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশেষে আজ মৌনতা ভেঙে বললেন, 'দোষীরা রেহাই পাবে না'।
উন্নাও গণধর্ষণে অভিযোগে তির বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের দিকে। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। অস্বস্তিতে পড়েছে যোগী সরকার। এর পরিপ্রেক্ষিতে যোগী বলেছেন, এ ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরকারের এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।
যোগী বলেছেন, 'মামলার কথা জানার পরই সরকার অবিলম্বে ব্যবস্থা নিয়ে সিট গঠন করেছে। আমরা বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠিয়েছি। তারা অবশ্যই অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করেছে। এ ধরনের অপরাধের প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেই ব্যক্তি অপরাধ করে থাকুক, সে রেহাই পাবে না'।
লখনউ তাঁর বাসভবনের সামনে নির্যাতিতা তরুণীর আত্মহত্যার চেষ্টার ঘটনার পাঁচদিন পরে এই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
১৮ বছরের তরুণীর গণধর্ষণের ঘটনায় সিবিআই তিনটি পৃথক মামলা রুজু করেছে। এদিন সকালেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিধায়ককে আটক করে সিবিআই।
এর আগে চলতি সপ্তাহেই শুরুতেই পুলিশ হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। কুলদীপের ভাই অতুল সিংহ ও তার সহযোগীরা নির্যাতিতার বাবাকে বেধড়ক মারধর করেছিল বলে অভিযোগ। চাপের মুখে অতুল ও তাঁর শাগরেদদের গ্রেফতার করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)