Accident In Gujarat: রাস্তার ধারে শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে দিল বেপরোয়া ট্রাক, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১৫
শ্রমিকরা রাজস্থানের বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা
সুরাত: রাস্তার ধারে সারিবন্ধ হয়ে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা। গুজরাতের সুরাতে মর্মান্তিক ঘটনায় অন্তত ১৫ জন মারা গিয়েছেন। আহত আরও বেশ কয়েকজন।
খবরে প্রকাশ, সোমবার রাতে সুরাতে কোসাম্বার কাছে পিপলোদ গ্রামে রাস্তার ওপর শুয়ে ছিলেন জনা ১৮ জন শ্রমিক। রাতের অন্ধকারে, বেপরোয়া ট্রাকচালক তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। শেষ খবর মেলা পর্যন্ত, মৃত্যু হয় ১৫ জনের। ৩ জনের অবস্থা গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মান্ডবীর দিকে যাচ্ছিল ঘাতক ট্রাকটি। উল্টোদিক থেকে আখ-বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে ট্রাকটির। এরপরই রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রাকটি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। ৬ জনকে সুরাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩ জন।
পুলিশ জানিয়েছে, সকল শ্রমিক রাজস্থানের বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা। ঘটনায় মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকচালকের খোঁজ চলছে।
বিস্তারিত একটু পরেই...