গুজরাতে ১৭ হাজারের সংক্রমণ, করোনায় আক্রান্ত বিজেপি বিধায়ক
সোমবার গুজরাতে করোনা আক্রান্ত হয়ছেন ৪১৭ জন।
আমদাবাদ: সোমবার গুজরাতে করোনা আক্রান্ত হয়ছেন ৪১৭ জন। এঁদের মধ্যে রয়েছেন বিজেপি বিধায়ক বলরাম থাওয়ানিও। কংগ্রেস বিধায়ক ইমরান খেড়াওয়ালা, বিজেপি বিধায়ক জগদীশ পঞ্চালের পর এই নিয়ে গুজরাত বিধানসভার তৃতীয় বিধায়ক কোভিড পজিটিভ হলেন। সোমবার বলরাম থাওয়ানির করোনা হওয়ার কথা জানিয়েছেন গুজরাতের রাজ্য বিজেপির মুখপাত্র ভরত পাণ্ড্য।
সংবাদসংস্থা সূত্রের খবর অনুযায়ী, দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের দফতরেও থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত ১৩ জন কর্মী।
প্রসঙ্গত, করোনায় দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবথেকে ভয়াবহ। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬২ জনের। মোট আক্রান্ত ৭০ হাজার ১৩। গুজরাতে মৃত বেড়ে ১ হাজার ৬৩। আক্রান্ত ১৭ হাজার ২০০। রাজধানী দিল্লিতে মৃত ৫২৩। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৩৪। মধ্যপ্রদেশে মৃত্যু ৩৫৮ জনের। আক্রান্ত ৮ হাজার ২৮৩। উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ২১৭। আক্রান্ত ৮ হাজার ৭৫।
কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গোটা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৯৮। গত ২৪ ঘণ্টায় মৃত ২০৪, একদিনে আক্রান্ত ৮ হাজার ১৭১। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬। সংক্রমণ-মুক্ত ৯৫ হাজার ৫২৭ জন।