এক্সপ্লোর
সংক্রমিত হয়েছিলেন নিজেই, সুস্থ হয়ে অফিসকেই করোনা হাসপাতাল বানিয়ে ফেললেন গুজরাতের ব্যবসায়ী
সুরাত পুরসভার সঙ্গে তিনি চুক্তিও করেছেন। সেই চুক্তি অনুযায়ী, কাদেরের হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যকর্মী দেবে পুরসভাই।

আমদাবাদ: তিনি সুরাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাসখানেক আগে মারণভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর চিকিৎসা হয়। তবে চিকিৎসার জন্য খরচ হয় কয়েক লক্ষ টাকা। সুস্থ হয়ে ওঠার পর প্রথমেই গুজরাতের ওই ব্যবসায়ী কাদের শেখের মনে প্রশ্ন জাগে, অভাবী বা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষরা কীভাবে করোনার চিকিৎসা করাবেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই অভিনব উদ্যোগ নেন কাদের। তিনি তাঁর ৩০ হাজার স্কোয়্যার ফিটের অফিসকে কোভিড হাসপাতালে পরিণত করেন। সেখানে ৮৫ শয্যাবিশিষ্ট ওয়ার্ড খোলা হয়েছে। রয়েছে ১৫টি আইসিইউ বেড। দুঃস্থ করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে ওই হাসপাতালে। সুরাত পুরসভার সঙ্গে তিনি চুক্তিও করেছেন। সেই চুক্তি অনুযায়ী, কাদেরের হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যকর্মী দেবে পুরসভাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















