এক্সপ্লোর
Advertisement
গুজরাত ভোট গণনায় ইভিএমে গন্ডগোল সম্ভব নয়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
আমদাবাদ: গুজরাত ভোট গণনা চলাকালীন ইভিএমে গন্ডগোল করা সম্ভব নয়। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার একে জোতি। তিনি বলেছেন, ভোট গণনা যন্ত্রে কোনও গোলমাল করা অসম্ভব, এ কথা পরিষ্কার জানিয়ে দিতে চান তিনি।
জোতি বলেছেন, গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেন। ইভিএম নিয়ে যা যা প্রশ্ন উঠেছে, সব কিছুর জবাব দেওয়া হয়েছে। গুজরাতে প্রতিটি পোলিং স্টেশনে ভিভিপ্যাট ছিল, ফলে ভোটাররা দেখতে পেয়েছেন, কাকে ভোট দিলেন। এরপরেও ইভিএমে গন্ডগোলের অভিযোগ তোলা অর্থহীন। ইভিএমে গন্ডগোল করা যায় না।
গুজরাতের প্রদেশ কংগ্রেস ইভিএম ও ভিভিপিএটিতে গোলমালের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের অভিযোগ, ব্লুটুথ দিয়ে ইভিএম হ্যাক করা সম্ভব। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টও শুক্রবার কংগ্রেসের দাবি খারিজ করে জানিয়ে দেয়, গুজরাতে মোট যত ভোট পড়েছে, তার ২০ শতাংশ ভিভিপ্যাট থেকে ছেপে বার হওয়া ভোটার স্লিপের সঙ্গে মিলিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে না তারা।
এই পরিস্থিতিতে আসরে নামেন কংগ্রেস সহযোগী পাতিদার নেতা হার্দিক প্যাটেল। তিনি অভিযোগ করেন, ইভিএম হ্যাক করার জন্য ১৪০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ভাড়া করেছে বিজেপি। তাঁদের কাজ, ইভিএমের সোর্স কোড হ্যাক করে ভোটের ফল উল্টে দেওয়া। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement