এক্সপ্লোর
Advertisement
গুজরাতে নয়া সরকারের শপথ মঙ্গলবার
আমদাবাদ: গুজরাতে নয়া সরকারের শপথগ্রহণ মঙ্গলবার। আজ বিজেপি-র পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভঘনি বলেছেন, গাঁধীনগরের সচিবালয় মাঠে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপি সভাপতি অমিত শাহ, দলের প্রবীণ নেতারা, বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।
শনিবার গুজরাতের রাজ্যপাল ও পি কোহলির সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি নেতারা। তাঁরা সরকার গঠনের দাবি জানান। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, ‘রাজ্যপাল আমাদের দাবি মেনে নিয়েছেন। তিনি আমাদের সরকার গঠন করতে বলেছেন। আমরা ২৬ ডিসেম্বর শপথগ্রহণের জন্য সময় চেয়েছি।’
৯৯ আসন পেয়ে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। টানা ষষ্ঠবার গুজরাতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজয় রূপানি এবং উপমুখ্যমন্ত্রী পদে থাকছেন নিতিন পটেল। মঙ্গলবার কতজন মন্ত্রী শপথগ্রহণ করবেন, সেটা অবশ্য জানাননি গুজরাতের বিজেপি সভাপতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement