এক্সপ্লোর
Advertisement
এমন সন্তানের জন্ম দেওয়া থেকে মায়েদের বন্ধ্যা থাকাও ভাল! কংগ্রেস নেতাদের আক্রমণ করে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের
নয়াদিল্লি: মায়েরা বন্ধ্যা থাকুন তাও ভাল, কিন্তু এমন সন্তানের জন্ম দেবেন না, যে বড় হয়ে সংস্কারী হবে না! এমন কথা বেরল মধ্যপ্রদেশের গুনার বিজেপি বিধায়ক পান্নালাল শাক্যের মুখ থেকে।
কংগ্রেস নেতাদের নিশানা করে এক জনসভায় তিনি বলেছেন এ কথা। শাক্যর দাবি, কংগ্রেস দেশের গরিব মানুষের সমস্যা, সঙ্কট মেটাতে ব্যর্থ, অক্ষম। গরিবি হঠাতে পারেননি, 'গরিব হটাও' স্লোগান বাস্তবায়িত করার পরিবর্তে গরিব মানুষকেই মেরে ফেলছেন কংগ্রেস নেতারা। যে মায়েরা এমন নেতাদের জন্ম দিয়েছেন, তাঁরা বন্ধ্যা হলেই ভাল হত। তাঁর পরামর্শ, মহিলাদের এমন সন্তানের জন্ম না দেওয়াই ভাল যারা সংস্কার শিখবে না, মানবে না, বড় হয়ে নেতা হবে, সমাজের ক্ষতি করবে।
কংগ্রেস নেতারা গরিবকে পুরোপুরি অবহেলা করেন বলেও অভিযোগ করেন তিনি।
পরে শাক্য ওই মন্তব্যের সাফাই দিয়ে বলেন, সমাজে কেউ কোনও ভাল কাজ করলে লোকে তো রামের মা কৌশল্যার সঙ্গে তার জন্মদাত্রী মায়ের তুলনা তুলনা করে।
শাক্য এধরনের বিতর্কিত মন্তব্য করেছেন আগেও। ইতালি গিয়ে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
গুনার জনসভায় শাক্য আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, এটা পশ্চিমী রীতি, ভারতীয় নয়। অভিযোগ, এমনকী মেয়েরা বয়ফ্রেন্ড পাতায় বলেই তাদের ওপর অত্যাচার হয় বলেও তিনি দাবি করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement