এক্সপ্লোর
আন্তর্জাতিক পত্রিকায় ভবিষ্যতের ১০ জন নেতা-নেত্রীর তালিকায় গুরমেহর কউর
নয়াদিল্লি: একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে বিশ্বের ১০ জন ভবিষ্যতের নেতা-নেত্রীর তালিকায় স্থান পেলেন গুরমেহর কউর। তাঁকে স্বাধীন মতপ্রকাশের লড়াইয়ের একজন যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্যুইট করে ওই পত্রিকাটিকে ধন্যবাদ জানিয়েছেন গুরমেহর।
Thank you @TIME magazine for featuring me alongside people I've admired the most. I'm humbled and honoured. https://t.co/Bu5wUvo6zH
— Gurmehar Kaur (@mehartweets) October 13, 2017
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন মনদীপ সিংহের মেয়ে গুরমেহর। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লির রামজাস কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি প্ল্যাকার্ড হাতে ধরা ছবি পোস্ট করেন তিনি। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি এবিভিপি-কে ভয় পাই না। আমি একা না।’ এরপরেই গত বছরের এপ্রিলে অনলাইনে গুরমেহরের পোস্ট করা অন্য একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। সেই ভিডিওতে দেখা যায়, বাবার মৃত্যুর জন্য পাকিস্তানের বদলে যুদ্ধকে দায়ী করছেন গুরমেহর।
বাবার মৃত্যুর জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের দায়ী না করায় বিভিন্ন মহল থেকে গুরমেহরের সমালোচনা শুরু হয়। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সহ অনেকেই গুরমেহরের সমালোচনা করেন। তবে ভারত-পাক মৈত্রীর পক্ষে সওয়াল করা গুরমেহর এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement