এক্সপ্লোর
Advertisement
সাহস থাকলে ‘পাকিস্তানকে দোষ দিও না’ স্লোগান দিয়ে মিছিল করুন, রাহুল-কেজরীকে চ্যালেঞ্জ বিজেপির
নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা শহীদ জওয়ানের কন্যা গুরমেহর কউরের অবস্থানকে সমর্থন করায় এবার কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)-কে নিশানা করল বিজেপি।সেইসঙ্গে ‘পাকিস্তানকে দোষ দিও না’ স্লোগান দিয়ে মিছিল বের করার জন্য রাহুল গাঁধী ও অরবিন্দ কেজরীবালের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।
বিজেপি নেত্রী সাজিয়া ইলমি বলেছেন, গুরমেহর যে মন্তব্য করেছেন, তার সঙ্গে সহমত নয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কারণ, গুলমেহর মন্তব্য করেছেন, তাঁরা বাবাকে পাকিস্তান নয়, যুদ্ধ খুন করেছে। কিন্তু এবিভিপি মনে করে, এজন্য পাকিস্তানই দায়ী।কিন্তু মতপার্থক্য সত্ত্বেও এবিভিপি গুরমেহরের প্রতি কোনওরকম অশ্রদ্ধা প্রকাশ করেনি।
ইলমি বলেছেন, কংগ্রেস ও আপ কিন্তু গুরমেহরকে সমর্থন করেছে। তাই এখন আমাদের জওয়ানদের মৃত্যুর জন্য ‘পাকিস্তানকে দোষ দিও না’ স্লোগান দিয়ে কংগ্রেস ও আপ কি মিছিল বের করতে পারবে? গুরমেহর ও তাঁর অবস্থানকে সমর্থন জানিয়ে মিছিল করার জন্য রাহুল ও কেজরীবালের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইলমি।
উল্লেখ্য, কংগ্রেস সহ সভাপতি ইতিমধ্যেই লেডি শ্রীরাম কলেজের ছাত্রীকে সমর্থন করেছেন। রাহুল ট্যুইট করেছিলেন, সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে আমরা পড়ুটাদের পাশে রয়েছি। অসহিষ্ণুতা ও অজ্ঞতা যেখানেই থাকবে সেখানেই থাকবেন একজন গুরমেহর কউর।
কংগ্রেস আরও বলেছে, কোনও মহিলা স্বাধীনভাবে কোনও কথা বললে পিতৃতান্ত্রিক দল বিজেপি ভাবে যে, ওই মহিলার মন দূষিত করা হয়েছে। কেউ শান্তির কথা বললে বিজেপি বিদ্বেষের মাধ্যমে তার জবাব দেয়।
কেজরীবালও গুরমেহরের পাশে দাঁড়িয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেছে যাতে গুরমেহরকে বলতে শোনা যাচ্ছে যে, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এই ভিডিও পোস্ট করে কেজরীবাল বলেছেন, ‘এই হল বিজেপি। তারা দেশটাকেই ধ্বংস করে দেবে। প্রত্যেকের এই গুণ্ডাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত’।
কেজরীবালের তোপ, ‘আমাদের কন্যা ও বোনদের ধর্ষণের হুমকি দেওয়াই বিজেপির দেশপ্রেম’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement