এক্সপ্লোর
বিক্রেতাদের ধর্মঘট, টানা ৯ দিন সংবাদপত্র বিলি হচ্ছে না লখনউয়ে

লখনউ: আর্থিক বরাদ্দ বৃদ্ধির দাবিতে সংবাদপত্র বিক্রেতাদের ধর্মঘটের জেরে টানা ৯ দিন ধরে লখনউ শহরে বিলি হচ্ছে না কোনও সংবাদপত্র। ফলে সংস্থাগুলিকে যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তেমনই মানুষও হাতে পাচ্ছেন না সংবাদপত্র। উত্তরপ্রদেশে হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজবিহারী মুন্না বলেছেন, ‘সংবাদপত্রের মালিকরা আমাদের কমিশন কমিয়ে দিয়েছেন। আমাদের তাই ধর্মঘটের পথে হাঁটা ছাড়া অন্য কোনও পথ ছিল না। ১ সেপ্টেম্বর থেকে ধর্মঘট চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’ সংবাদপত্র বিক্রেতাদের ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। প্রিন্সিপ্যাল সেক্রেটারি (তথ্য) নভনীত সেহগলের সঙ্গে দেখা করেছেন রাজবিহারী। সংবাদপত্র মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ডেপুটি ডিরেক্টর স্তরের একজন আধিকারিককে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। আশা করা হচ্ছে শীঘ্রই সমাধানসূত্র বেরিয়ে আসবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















