মালেগাঁও মামলায় সাধ্বী প্রজ্ঞাকে জামিন হাইকোর্টের, খারিজ পুরোহিতের আবেদন
মুম্বই: মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। যদিও একই মামলায় জামিন খারিজ হয়ে গেল অপর অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল পুরোহিতের।
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওতে একটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণে ৬ জন মারা যান। আহত হয়েছিলেন শতাধিক মানুষ।
ওই ঘটনায় সেবছরের অক্টোবরে গ্রেফতার হন ৪৪ বছরের সাধ্বী প্রজ্ঞা। নভেম্বরে গ্রেফতার করা হয় ৪৪ বছরের পুরোহিতকে। দুজনের বিরুদ্ধে বিস্ফোরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এই দুজনের পাশাপাশি, আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।
সেই থেকে হাজতে রয়েছেন পুরোহিত। অন্যদিকে, চিকিৎসার জন্য ২০১৬ সালে বিশেষ অনুমতিতে বাইরে আসেন প্রজ্ঞা। এদিন প্রজ্ঞাকে জামিন দিতে গিয়ে বম্বে হাইকোর্ট জানায়, এত বছর পেরিয়ে গেলেও, প্রজ্ঞার বিরুদ্ধে কোনও মামলা গঠন করা হয়নি। অন্যদিকে, পুরোহিতের জামিন নাকচ করতে গিয়ে আদালত বলে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা অত্যন্ত গুরুতর।
এদিন বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি শালিনী ফনসলকর-জোশীর বেঞ্চ প্রজ্ঞাকে নির্দেশ দেয় পাঁচ লক্ষ টাকার সিওরটি এবং তাঁর পাসপোর্ট জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে জমা রাখতে। পাশাপাশি, তলব করা হলে এনআইএ দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হওয়ায় বর্তমানে মধ্যপ্রদেশে চিকিৎসা চলছে সাধ্বী প্রজ্ঞার। অন্যদিকে, মহারাষ্ট্রের তাজোলা জেলে বন্দি রয়েছেন পুরোহিত। মামলার তদন্ত এটিএস-এর থেকে নেওয়ার পর সাধ্বী প্রজ্ঞাকে ক্লিনচিট দিয়েছিল এনআইএ।