এক্সপ্লোর
Advertisement
মুসলিম পুরুষের হিন্দু স্ত্রীকে তালাক নয়, জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: মুসলিমদের বিয়ে করা হিন্দু মহিলাদের ক্ষেত্রে তিন তালাক প্রযোজ্য নয়, ঘোষণার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি অনু মালহোত্রর বেঞ্চ বলেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডে বদলের বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। ফলে হাইকোর্ট এ বিষয়ে কোনও রায় দেবে না।
তিন তালাকের শিকার হিন্দু মহিলাদের দুর্দশার কথা উল্লেখ করে এই জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বিজয়কুমার শুক্ল। তাঁর আবেদন ছিল, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বাধ্যতামূলকভাবে বিয়ে নথিভুক্ত করার আইনে আন্তঃবর্ণ বিয়ে নথিভুক্ত করার নির্দেশ দিতে হবে কেন্দ্রকে। আন্তঃবর্ণ বিয়ে নথিভুক্ত না করা হলে জরিমানারও ব্যবস্থা করতে হবে। হিন্দু মহিলারা উর্দুতে লেখা নিকাহনামা বুঝতে পারেন না। তাই নিকাহনামায় বিবাহ বিচ্ছেদের অংশটি হিন্দু মহিলাদের মাতৃভাষায় বুঝিয়ে দিতে হবে। হিন্দু মহিলাকে বিয়ে করলে মুসলিম পুরুষরা তিন তালাক দিতে পারবেন না বা একাধিক বিয়ে করতে পারবেন না। কিন্তু সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট।
তিন তালাককে অসাংবিধানিক ও পক্ষপাতমূলক বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। ১১ মে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি। শীর্ষ আদালত এ বিষয়ে রায় দেওয়ার আগে কোনও মন্তব্য করতে নারাজ হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement