এক্সপ্লোর
স্মৃতি ইরানির শিক্ষা সংক্রান্ত নথি খতিয়ে দেখার অনুমতি দিয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দশম ও দ্বাদশ শ্রেণির যাবতীয় রেকর্ড পরীক্ষা করে দেখার জন্য সিবিএসই-কে অনুমতি দিতে বলেছিল কেন্দ্রীয় তথ্য কমিশন। কিন্তু সিবিএসই-র বক্তব্য, স্মৃতির স্কুলের রেকর্ড তথ্য জানার অধিকার আইনে প্রকাশ করা যাবে না কেননা তা থার্ড পার্টি অর্থাত্ তৃতীয় ব্যক্তি সংক্রান্ত, যা তাদের জিম্মায় রয়েছে। তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ কমিশনের ১৭ জানুয়ারির ওই নির্দেশে স্থগিতাদেশ দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেব। তথ্য অধিকার আইনের আওতায় মহম্মদ নওসাউদ্দিন নামে যে আবেদনকারীর পিটিশনের পরিপ্রেক্ষিতে কমিশন সিবিএসই-কে কেন্দ্রীয় মন্ত্রীর শিক্ষা সংক্রান্ত নথি দেখতে দিতে বলেছিল, তাঁকেও নোটিস দিয়েছে হাইকোর্ট। ২৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন তাঁকে তাঁর বক্তব্য জানাতে হবে। নওসাউদ্দিন যে তথ্য চেয়েছেন, তা 'ব্যক্তিগত', অতএব দেওয়া যাবে না, বলেছিল সিবিএসই। কিন্তু এই বক্তব্য নাকচ করে দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন। কেন্দ্রীয় বয়নমন্ত্রক ও দিল্লির যে হোলি চাইল্ড অক্সিলিয়াম স্কুল থেকে পাস করছেন বলে স্মৃতির দাবি, তাদেরও কমিশন বলেছিল, তারা যেন সিবিএসই, আজমীরকে তাঁর রোল নম্বরটি দেয় যাতে বিপুল নথির ভিড় থেকে দরকারি তথ্য খুঁজে পেতে সুবিধা হয়। প্রসঙ্গত, ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত যাবতীয় নথি সিবিএসই, আজমীরের কাছে আছে। ওই বিপুল পরিমাণ নথি আজও ডিজিটাউজড হয়নি। কেন্দ্রীয় তথ্য কমিশন বলেছিল, ৬০ দিনের মধ্যে স্মৃতির অ্যাডমিট কার্ড ও মার্কশিটে যেসব ব্যক্তিগত তথ্য রয়েছে, সেগুলি বাদে সিবিএসই আবেদনকারীকে প্রাসঙ্গিক সব নথি দেখার ব্যবস্থা করে দেবে, তিনি যেসব নথি বাছাই করবেন, সেগুলির সার্টিফায়েড প্রতিলিপি বিনা মূল্যে তাঁকে দেবে। কমিশন এও বলেছিল, একজন বিশেষ কোনও প্রার্থীর ডিগ্রি বা সার্টিফিকেট রেজিস্টারের তথ্য প্রকাশ করলে কোনও ভাবেই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















