এক্সপ্লোর
Advertisement
মাথা আঘাতে বেগুনি, কানের লতি উধাও, পাকিস্তানে বন্দি কুলভূষণের ছবিতে অত্যাচারের ইঙ্গিত?
নয়াদিল্লি: ভারতীয় চর সন্দেহে পাকিস্তানের জেলে বন্দি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কূলভূষণ যাদবের ওপর কি শারীরিক নির্যাতন চলছে? তাঁর সঙ্গে মা, স্ত্রীর কথোপকথনের যে ছবি পার সরকার প্রকাশ করেছে তাতে কিন্তু এই ইঙ্গিত স্পষ্ট।
গতকাল কুলভূষণের সঙ্গে পাকিস্তানের জেলে দেখা করেন তাঁর স্ত্রী চেতনা ও মা অবন্তী। ২০১৬-র মার্চে কুলভূষণের গ্রেফতারির পর এই তাঁদের প্রথম সাক্ষাৎ। ছবিতে দেখা যাচ্ছে, মাঝখানে কাঁচের দেওয়াল, মা ও স্ত্রীর সঙ্গে কথা বলছেন কুলভূষণ। কিন্তু ছবিতে আরও কয়েকটা জিনিষ পরিষ্কার বোঝা যাচ্ছে। সেগুলি হল, কুলভূষণের ওজন চোখে পড়ার মত কমে গিয়েছে। তাঁর মাথায়, ঘাড়ে কালো, বেগুনি দাগ। কানের লতির কিছুটা অংশ অদৃশ্য। দৃশ্যতই পরিষ্কার, পাক জেলে কুলভূষণকে কী ধরনের আচরণ সহ্য করতে হচ্ছে।
[embed]https://twitter.com/airnewsalerts/status/945485926297305089?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Findia%2Fhead-bruises-and-missing-earlobe-kulbhushan-jadhavs-pictures-hint-at-pakistan-torture-2069687.html[/embed]
বেশ কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, শরীরে অত্যাচারের দাগ গোপন করতেই কুলভূষণকে কোট পরানো হয়েছে। এছাড়া প্রশ্ন রয়েছে আরও। কুলভূষণের মা ও স্ত্রী যখন তাঁর সঙ্গে দেখা করতে যান, তখন তাঁদের যে পোশাক ছিল, সাক্ষাতের সময় দেখা যাচ্ছে, পোশাক আলাদা। কেন কুলভূষণ তাঁর মাতৃভাষা মরাঠির বদলে স্ত্রী, মার সঙ্গে ইংরেজিতে কথা বললেন? তাঁকে দেখে মনে হচ্ছিল, কিছু একটা পড়ছেন তিনি, স্বতঃপ্রণোদিতভাবে কথা বলছেন না। একই মত বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভেরও। তিনি আবার এই মুহূর্তে কুলভূষণের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement