এক্সপ্লোর
Advertisement
ভোপালের এইমসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ‘গাড়ির ধাক্কায়’ জখম ২ ছাত্রী
ভোপাল: বিক্ষোভরত ডাক্তারি ছাত্রছাত্রীদের পাশ কাটানোর চেষ্টা করছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগতপ্রকাশ নাড্ডার গাড়ি। আর তখনই গাড়ির ধাক্কায় ২ ছাত্রী জখম হলেন। শনিবার ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ঘটেছে এই ঘটনা।
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এইমসে আসেন। দুটি নতুন ওয়ার্ড, ফার্মাসি, হাই-ডিপেনডেন্সি ইউনিট, ব্লাড ব্যাঙ্ক স্টোরেজ ও মেটারনিটি ওয়ার্ডের উদ্বোধন করেন তিনি। হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরিষেবাও চালু করেন। কিন্তু গোল বাধে বার হওয়ার সময়। উন্নততর সুযোগসুবিধের দাবিতে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এইমসের ৫০-এরও বেশি ছাত্রছাত্রী। মন্ত্রীর গায়ে কালি ছুঁড়ে মারা হয়। অভিযোগ, পাশ কাটাতে গিয়ে নাড্ডার গাড়ি ২ ছাত্রীর পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান ১ ছাত্রী। দু’জনকেই চিকিৎসার জন্য এইমসে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁদের নাম জিয়া পাণ্ডে ও অঞ্জলি কৃষ্ণ, দু’জনেই এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী।
স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল নাড্ডার প্রথম ভোপাল এইমস সফর। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, এইমস তৈরির পর এ নিয়ে চতুর্থবার কোনও মন্ত্রী এখানে এলেন। ঠিকমত নজরদারির অভাবে তাঁদের লেখাপড়ার নূন্যতম সুযোগসুবিধেটুকুও দেওয়া হয় না। অথচ এ নিয়ে প্রতিবাদ করতে গেলে থামিয়ে দেওয়া হয়। স্বশাসিত সংস্থাটি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার আওতায় না পড়ায় এতরকম সমস্যা বলে তাঁদের দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement