এক্সপ্লোর
বিচ্ছিন্নতাবাদী নেতাদের মাথা কেটে ঝোলানোর হুমকি: দায় নিল না গোষ্ঠী, হিজবুল ছাড়ল মুসা

শ্রীনগর: ভাঙনের পথে হিজবুল মুজাহিদিন? বুরহান ওয়ানি গত বছর জুলাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর হিজবুলের নেতৃত্ব দেওয়া হয়েছিল জাকির মুসা নামে যে জঙ্গি নেতাকে, সে বিতর্কিত মন্তব্যের জেরে হিজবুল ছেড়ে বেরিয়ে গেল। সম্প্রতি মুসা অডিও বার্তায় হুমকি দেয়, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের মাথা কেটে শ্রীনগরের লালচকে ঝুলিয়ে দেবে তার গোষ্ঠী, কারণ, তাঁরা বলেন, কাশ্মীর সমস্যার চরিত্র 'রাজনৈতিক', তা 'ইসলামের লড়াই' নয়। কিন্তু হুরিয়ত জানিয়ে দেয়, মুসা যা বলছে, তা হিজবুলের মত নয়। পাশাপাশি প্রকাশ্যে বিবৃতি দিয়ে মুসার বক্তব্য খারিজ করে দেয় হিজবুল মুখপাত্র সালিম হাসমিও। কাশ্মীরের স্থানীয় একটি সংবাদ সংস্থাকে পাঠানো বিবৃতিতে সে বলেছে, মুসার ওই বিবৃতি মানছি না আমরা। এটা তার ব্যক্তিগত মত হতে পারে। এ কথা জানার পরই পাল্টা অডিও বিবৃতিতে মুসা বলে, আমার শেষ অডিও বার্তার পর থেকে কাশ্মীরে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে আমি যা বলেছি, তাতে অটল রয়েছি। হিজবুল বলেছে, জাকির মুসার বিবৃতির সঙ্গে কোনও সম্পর্ক নেই আমাদের। সুতরাং হিজবুল যদি আমার প্রতিনিধিত্ব না করে, তবে আমিও ওদের প্রতিনিধিত্ব করি না। আজ থেকে হিজবুলের সঙ্গে কোনও সম্পর্ক থাকছে না আমার। শুক্রবার মুসার বিতর্কিত বিবৃতি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। তাকে বলতে শোনা যায়, হুরিয়তের দ্বিচারী নেতাদের সাবধান করে দিচ্ছি, আমাদের ইসলামের লড়াইয়ে গলাবেন না, মাথা কেটে লালচকে ঝুলিয়ে দেব! সে জানিয়ে দেয়, কাশ্মীরে শরিয়তের শাসন চালু করতেই সে লড়ছে। কাশ্মীর ইস্যুকে রাজনৈতিক লড়াই বলতে চায় না সে। এটা তার স্পষ্ট অবস্থান। সে আরও দাবি করে, কোনও বিশেষ নেতা বা হুরিয়ত চেয়ারম্যান সৈয়দ আলি শাহ গিলানির বিরুদ্ধে কিছু বলেনি সে। কিন্তু সে শুধু সেইসব লোকের বিরুদ্ধেই বলেছে যারা ইসলামের বিরোধী, কাশ্মীরে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠায় স্বাধীনতার কথা বলছেন। তার যুক্তি, আমি লড়ছি ইসলামের জন্যই, আমার রক্ত ধরবে শুধুই ইসলামের জন্য, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















