হিমাচলে বহুতল ধসে পড়ে আটক সেনাকর্মী সহ ৩০, মৃত অন্তত ২, শুরু উদ্ধারকার্য
নাহান-কুমারহাট্টি সড়কে অবস্থিত ওই বহুতলে একটি রেস্তোরাঁও ছিল। গত কয়েকদিন ধরেই সেখানে অবিরাম বৃষ্টি হচ্ছে। আশঙ্কা, তাতেই সম্ভবত বাড়িটি ধসে পড়ে।
সিমলা: হিমাচল প্রদেশের সোলান জেলায় বহুতল ধসে আটক ৩০ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে কয়েকজন সেনাকর্মী ও তাঁদের পরিবারও রয়েছে বলে সূত্রের খবর। শেষ খবর মেলা পর্যন্ত, ২ জনের মৃত্যু হয়েছে।
জেলার এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, উদ্ধারকার্যে সেনাকে ডাকা হয়েছে। এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। ওই আধিকারিক জানান, তলব পেয়েই দাগশাহি ক্যান্টনমেন্ট থেকে সেনাকর্মীরা দ্রুত চলে এসে উদ্ধারকার্য শুরু করেন। চারজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মহর্ষী মার্কান্ডেশ্বর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, নাহান-কুমারহাট্টি সড়কে অবস্থিত ওই বহুতলে একটি রেস্তোরাঁও ছিল। গত কয়েকদিন ধরেই সেখানে অবিরাম বৃষ্টি হচ্ছে। আশঙ্কা, তাতেই সম্ভবত বাড়িটি ধসে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বহুতলটি যখন ধসে পড়ে, সেই সময়ে রেস্তোরাঁয় কয়েকজন সেনাকর্মী ও তাঁদের পরিবার ছিল। তাঁরা সকলেই উত্তরাখণ্ডে যাচ্ছিলেন। পথে, ওই রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজন সারতে এসেছিলেন।#HimachalPradesh: The building that collapsed in Kumarhatti was a 'Dhaba'. 30 Army men & 7 civilians were present at the spot. 18 Army men & 5 civilian rescued. 2 bodies recovered. 14 feared trapped; rescue operations continue pic.twitter.com/6L3EvfELt9
— ANI (@ANI) July 14, 2019