বিদেশে মোদীর ‘মন কী বাত’ বিপুল জনপ্রিয়: অল ইন্ডিয়া রেডিও
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিমাসে রেডিও মারফৎ দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দেন, সেই ‘মন কী বাত’ অনুষ্ঠানটি প্রবাসী ভারতীয়দের কাছে ব্যাপক জনপ্রিয়। এমনটাই দাবি করল অল ইন্ডিয়া রেডিও (এআইআর)।
সংস্থার অধিকর্তা (এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন) অম্লানজ্যোতি মজুমদার জানান, প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেন, তা হিন্দিভাষায়। বক্তৃতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করেও প্রচারিত হয়। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল নির্যাস রুশ, ফরাসি, উর্দু ও চিনা ভাষায় অনুবাদও করেও প্রচার করা হয়।
অম্লানজ্যোতি বলেন, আমরা প্রায় ১৫০টি দেশে হিন্দি ও ইংবেজি ভাষায় অনুষ্ঠানটি প্রচার করে থাকি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের অধিকার রয়েছে, তাঁদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার। আর ‘মন কী বাত’ তা পূরণ করে।
ওই আধিকারিকের দাবি, অনুষ্ঠানটি বিদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। প্রত্যেকবার, প্রধানমন্ত্রীর বার্তা প্রচার হওয়ার পর বিদেশ থেকে প্রচুর চিঠি আসে। বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে—যেখানে বহু গুজরাতি বসবাস করেন।
এছাড়া, মধ্য প্রাচ্য থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকেও বহু প্রবাসী ভারতীয় শ্রোতা যোগাযোগ করেন। মজুমদারের মতে, অনুষ্ঠান জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব ‘ফ্যান বেস’।
মজুমদার জানান, কেন্দ্র যখন নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে, তখন দেশে তা প্রবল সমালোচিত হলও, বিদেশ থেকে প্রচুর সমর্থন আসতে শুরু করে। বহু প্রবাসী ভারতীয়, মনে করেছিলন, দুর্নীতি রুখতে এটাই সঠিক পদক্ষেপ।