আমাকে ডিম ছুঁড়লে ওমলেট বানিয়ে খাব: বাবুল সুপ্রিয়
ভূবনেশ্বর: আমাকে ডিম ছুঁড়লে আমি ওমলেট বানিয়ে খাব। ওড়িশায় গিয়ে শাসক বিজেডি ও বিরোধী কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
ঘটনার সূত্রপাত বুধবার। গতকাল, কেন্দ্রপাড়ার আউল বাজারে গেলে, কেন্দ্রীয় উপজাতি-বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাঁওকে ডিম ছুঁড়ে মারেন কিছু বিজেডি সমর্থক। অন্যদিকে, মন্ত্রীকে কালো পতাকা দেখান কিছু কংগ্রেস সমর্থক। মূলত, মহানদী ইস্যু ও মধ্যপ্রদেশের মান্দসৌরে কৃষক-হত্যার প্রতিবাদ জানাতেই ওই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনিও ডিম ছোঁড়ার ভয়ে ভীত কি না। উত্তরে বাবুল বলেন, আমার মধ্যে ভয়ের চিহ্নমাত্র নেই। আমি শুনেছি, কিছু লোক ডিম ছুঁড়ছে। আমি তো আমিষভোজী। ফলে যদি বিজেডি ও কংগ্রেস আমার দিকে ডিম ছোঁড়ে, আমি তা দিয়ে ওমলেট বানিয়ে খেয়ে নেব।
তিনি যোগ করেন, আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ওড়িশার চেয়েও খারাপ। ফলে, কেউ আমাকে ভয় দেখাতে পারবেন না। এদিন বাবুল অভিযোগ করেন, বিজেডি ও কংগ্রেস – দুদলই রাজ্যকে লুঠছে। বলেন, কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প যাতে মানুষের কাছে ঠিকমতো না পৌঁছতে পারে, তার জন্য বাধাসৃষ্টি করছে রাজ্যের শাসক ও বিরোধীরা।