এক্সপ্লোর
হায়দরাবাদে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন না দাঁড়ানোয় গ্রেফতার ৩ কাশ্মীরী
![হায়দরাবাদে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন না দাঁড়ানোয় গ্রেফতার ৩ কাশ্মীরী Hyderabad 3 Kashmiri Students Booked For Failing To Stand Up For Anthem In Hall হায়দরাবাদে সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন না দাঁড়ানোয় গ্রেফতার ৩ কাশ্মীরী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/27104956/ARREST-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর সময় সম্মান প্রদর্শন না করায় গ্রেফতার করা হল ৩ কাশ্মীরী ছাত্রকে। পরে অবশ্য জামিন পেয়ে যান তাঁরা।
ওই তিন ছাত্র আল হাবিব ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। হায়দরাবাদের উপ্পারপল্লীর মন্ত্র হলে বরেলি কি বরফি ছবিটি দেখতে যান তাঁরা। ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় সব দর্শক উঠে দাঁড়ালেও তাঁরা তিনজন বসেই ছিলেন বলে অভিযোগ।
যদিও তাঁরা পুলিশের কাছে দাবি করেন, হলে ঢুকতে দেরি হয়ে যাওয়ায় নিজেদের আসন খুঁজে পেতে অসুবিধে হচ্ছিল তাঁদের। তখন জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারেননি। পিছন থেকে একজন খোঁচা দেওয়ায় তাঁরা উঠে দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে পিছনের আসনের একজন তাঁদের নাম, ঠিকানা জিজ্ঞাসা করেন। তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।
স্থানীয় রাজেন্দ্র নগর থানার পুলিশ ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে ২ ধারায় প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্টে মামলা দায়ের করেছে। এক রাত জেলে কাটানোর পর তাঁরা জামিন পেয়েছেন। পুলিশের দাবি, জাতীয় সঙ্গীত চলছে বুঝতে পারেননি বলে ওই যুবকরা যে দাবি করেছেন, তা ঠিক নয়। হল ম্যানেজার বলেছেন, অন্যান্য দর্শকরা বারবার বলা সত্ত্বেও তাঁরা উঠে দাঁড়ানোর কোনও আগ্রহ দেখাননি। গানের একেবারে শেষে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ান তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)