এক্সপ্লোর
৭ ঘণ্টার অস্ত্রোপচার, হায়দরাবাদের এই ব্যক্তির বুকে এখন দুটি হৃদপিণ্ড

হায়দরাবাদ: অস্ত্রোপচার চলেছে ৭ ঘণ্টা ধরে। হায়দরাবাদের ৫৬ বছর বয়সি এক বাসিন্দার বুকে এখন দুটি হৃদপিণ্ড। স্থানীয় অ্যাপোলো হাসপাতালে যখন তাঁকে নিয়ে আসা হয় তখন তিনি হার্ট ফেলিওরের শেষ পর্যায়ে, যে কোনও মুহূর্তে মারা যাবেন। চিকিৎসকরা দ্রুত নিয়ে যান অপারেশন থিয়েটারে, এখনই হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে হবে। কিন্তু অস্ত্রোপচার শুরু করতে না করতেই তাঁরা বুঝে যান, সমস্যা অন্যত্র। তাঁরা দেখেন, রোগীর দেহে ছোট্ট একটি হৃদপিণ্ড আগে থেকেই রয়েছে। খবর নিয়ে জানা যায়, ১২ বছরের এক বালিকার মৃত্যুর পর তার হৃদপিণ্ড তাঁকে দান করা হয়েছিল। ৫৬ বছরের ওই ব্যক্তির পক্ষে নেহাত ছোট হয়ে যায় ওই হৃদপিণ্ডটি। মৃতপ্রায় মানুষটিকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ করেন সার্জন গোপাল গোখলে। আগের হৃদপিণ্ডটি রেখেই তিনি তাঁর শরীরে প্রবেশ করান আর একটি হৃদপিণ্ড। চিকিৎসকদের ভাষায় একে বলে পিগিব্যাঙ্ক ট্রান্সপ্ল্যান্ট। এর ফলে তিনি বিশ্বের মাত্র ১৫০ জন মানুষের অন্যতম হয়ে গেলেন যাঁদের শরীরে এমন অস্ত্রোপচার হয়েছে। তাঁর পেরিকার্ডিয়ামের একাংশ কেটে ফুসফুস আর পেরিকার্ডিয়ামের মাঝে নতুন হৃদপিণ্ডটি চেপে ঢুকিয়ে দেওয়া হয়। এখন দুটি হৃদপিণ্ড সংযুক্ত। কিন্তু হৃদস্পন্দন আলাদা আলাদাভাবে হচ্ছে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















