এক্সপ্লোর
Advertisement
লোভনীয় কাজের টোপ দিয়ে প্রতারণা, মহিলাকে ওমানে বিক্রি করার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে
হায়দরাবাদ: ৮০ হাজার টাকা মাসমাইনেয় পরিচারিকার কাজ দেওয়া হবে দুবাইতে। এভাবে লোভনীয় টোপ দিয়ে তেলঙ্গানার ভাটেপল্লির এক মহিলাকে প্রথমে গত ৩ ফেব্রুয়ারি দুবাইতে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ওমানে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। এমনই অভিযোগ উঠেছে আবাদিল গ্রুপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মহম্মদ আব্দুল সাত্তার নামে এক এজেন্টের বিরুদ্ধে।
ওমানে রাজাত আরবি নামে এক ব্যক্তির কাছে রুবিনা ফতিমা নামে ওই মহিলাকে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। গত তিনমাস ধরে রুবিনাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে এবং নানা রকম কাজ করতে বাধ্য করা হচ্ছে।
রুবিনার স্বামী গুলাম হায়দর বলেছেন, তাঁ স্ত্রী খুবই বিপদের মধ্যে রয়েছেন। রুবিনাকে নিগ্রহও করা হচ্ছে। তাঁকে খাবার ও ওষুধও দেওয়া হচ্ছে না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। গুলাম জানিয়েছেন, তাঁরা ফলকনামা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। স্ত্রীকে দেশে ফেরাতে বিদেশমন্ত্রীর সাহায্যও চেয়েছেন তাঁরা।
ফলকনামার ইন্সপেক্টর জানিয়েছেন, অভিযুক্তর এজেন্টের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। গুলামের পরিবারকে বিদেশমন্ত্রক প্রয়োজনীয় সাহায্য করবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement