এক্সপ্লোর
'পদ্মাবত' দেখতে গিয়ে হায়দরাবাদে সিনেমা হলে ১৯ বছরের মেয়েকে ধর্ষণ ফেসবুক-বন্ধুর!
!['পদ্মাবত' দেখতে গিয়ে হায়দরাবাদে সিনেমা হলে ১৯ বছরের মেয়েকে ধর্ষণ ফেসবুক-বন্ধুর! Hyderabad Teen Allegedly Raped Inside Cinema Hall By ‘Facebook Friend’ 'পদ্মাবত' দেখতে গিয়ে হায়দরাবাদে সিনেমা হলে ১৯ বছরের মেয়েকে ধর্ষণ ফেসবুক-বন্ধুর!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/02124140/index.php_6.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: ১৯ বছরের একটি মেয়ে সোমবার গিয়েছিল হায়দরাবাদের এক সিনেমা হলে পদ্মাবত দেখতে। সঙ্গে ছিল তাঁর সদ্য আলাপ হওয়া ফেসবুক-বন্ধু। আচমকাই হলের মধ্যে ছবি চলাকালে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। মাত্র দুমাস আগেই তাঁদের আলাপ হয়।
অভিযুক্ত কাণ্ডাকাতলা ভিকশাপতির সঙ্গে মেয়েটির আলাপ ফেসবুকে। গত সোমবার দুজনে একসঙ্গে পদ্মাবত দেখতে যায়। সেই সময় হল মোটামুটি ফাঁকাই ছিল। সেই সুযোগ নিয়েই মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে ওই তরুণ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের প্রশান্ত থিয়েটারে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এখন তাঁর চিকিতসা চলছে। অভিযুক্ত তরুণ পেশায় নির্মাণ কর্মী। পুলিশ তাকে গ্রেফতার করেছে।অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে। এদিকে হল কর্তৃপক্ষের বিরুদ্ধেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগে মামলা শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)