এক্সপ্লোর
Advertisement
এবিভিপি-র বিরুদ্ধে মুখ খোলায় 'ধর্ষণের হুমকি', দিল্লি মহিলা কমিশনে নালিশ গুরমেহেরের
নয়াদিল্লি: এবিভিপি-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ ঘোষণা করা কার্গিল শহিদের মেয়ে গুরমেহের কাউর দাবি করলেন, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। লেডি শ্রীরাম কলেজের এই ছাত্রীর দাবি, তাঁর ওই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় হুমকি বার্তা পাচ্ছেন তিনি। ধর্ষণের হুমকিও রয়েছে তার মধ্যে। দিল্লি মহিলা কমিশনে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি। এবিভিপি-র লোকজন তাঁকে এই হুমকি দিচ্ছে বলে দাবি গুরমেহরের। ডিসিডব্লুর প্রধান স্বাতী মালিওয়াল অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
রামজস কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের নামে হিংসার নিন্দা করায় এবিভিপি তাঁকে সোস্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিয়েছে বলে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন গুরমেহের।
গুরমেহের বলেছেন, কে কী সংগঠন করেন, সেটা বিষয়ই নয়। কোনও মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া চলতে পারে না। কাল প্রতিবাদ মিছিল হবে। তা শান্তিপূর্ণই থাকবে। খালসা কলেজ থেকে বেলা সাড়ে বারটায় মিছিল বেরবে। আমরা চাই না, দেশে গলাবাজি করে কেউ কাউকে দাবিয়ে রাখুক। সেজন্যই এই মিছিল।
মালিওয়াল বলেন, সোস্যাল মিডিয়ায় তাঁকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি নামের তালিকা দিয়েছেন গুরমেহের। তালিকাটি দিল্লির পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। আমি নিজে কমিশনারের সঙ্গে কথা বলেছি। যারা গুরমেহরকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নজির তৈরি করুক দিল্লি পুলিশ।
গুরমেহেরের দাবি, তিনি কার্গিল শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংহের মেয়ে। ফেসবুক, টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তাতে লেখা, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ি। এবিভিপি-কে ভয় পাই না। আমি একা নই। দেশের সব ছাত্রছাত্রী রয়েছে আমার সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement