এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান ও চিনের তত্পরতায় নজরদারি চালাতে বায়ুসেনা পাচ্ছে ‘সন্ধানী চোখ’
নয়াদিল্লি: আকাশে আসছে ‘সন্ধানী চোখ’। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআইডিও)-র সহায়তায় চিন ও পাকিস্তানের বায়ুসেনার তত্পরতা চিহ্নিত করা এবং নজরদারি চালানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়ছে ভারতের বায়ুসেনা বাহিনী (আইএএফ)-এর। এজন্য আগামীমাসেই বায়ুসেনার হাতে আসতে চলেছে দেশীয় প্রযু্ক্তিতে তৈরি নজরদারি বিমান।
ডিআরডিও-র আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল (এইডব্লুসি) বিমান নতুন করে গড়ে তোলা কর্নাটকের চিত্রদূর্গ অ্যারোনটিক্যাল রেঞ্জে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই বিমানের মাধ্যমে এর নজরদারি আওতাধীন এলাকায় শত্রুপক্ষের ওপর নজর রাখতে পারবে বায়ুসেনা। নজরদারি এলাকায় যে কোনও বিপজ্জনক তত্পরতা ধরে ফেলবে ওই বিমান এবং সেইমতো শত্রুপক্ষের বিমান ও অন্য কোনও কিছুর দিকে বায়ুসেনার যুদ্ধবিমান ছুটে যেতে পারবে।
আধিকারিকরা জানিয়েছেন, ইসরায়েলের কাছ থেকে পাওয়া এডব্লুএসিএস বিমানের মতোই ডিআরডিও-র নজরদার বিমান আকাশ পথে প্রতিরক্ষা সংক্রান্ত কার্যকলাপের সহায়ক কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসেবে কাজ করবে। আকাশপথে একাধিক বিমান ও এলাকা পর্যবেক্ষণ করবে। যুদ্ধের সময় এইডব্লুসি সিস্টেম বায়ুসেনার আক্রমণ চালানোর কাজে সহায়ক হয়ে উঠতে পারে।
সূত্রের খবর, এই নজরদার বিমানের বেশিরভাগ সক্ষমতার দিকগুলি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা এখনও চলছে, বায়ুসেনা বাহিনীতে অন্তর্ভূক্তির পরও তা চলবে।
ভারত রাশিয়া ও ইসরায়েলের কাছ থেকে তিনটি এডব্লুএসিএস বিমানের জন্য চুক্তি করেছে। যেগুলি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এখন ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে আরও দুটি বিমান অন্তর্ভূক্ত করতে চাইছে বায়ুসেনা। এই ব্যবস্থার জন্য বিমান রাশিয়ার। অন্যদিকে, রেডার ও নজরদারির অন্যান্য ব্যবস্থা ইসরায়েলের।
ভারতীয় ও ইসরায়েলি নজরজারি বিমানের মধ্যে পার্থক্য রয়েছে। আইএল-৭৬ হেভিলিফ্ট এয়ারক্র্যাফ্ট মাউন্টেড এডব্লুএসিএস সিস্টেমে ৩৬০ ডিগ্রি নজরদারি চালানো যায়। অন্যদিকে, এইডব্লুসি রেডারের ধরণ সংক্রান্ত সীমাবদ্ধতার জন্য ২৭০ ডিগ্রি নজরদারি চালাতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement