আইসিএসই, আইএসসি-র ফল ঘোষিত, শীর্ষে বাঙালি, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা
নয়াদিল্লি: ঘোষিত হল ২০১৮ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। গত বছরের মতো এবছরও ছেলেদের ছাপিয়ে বেশি ভাল ফল করেছে মেয়েরা। দশম শ্রেণির আইসিএসই-তে সার্বিক পাশের হার ৯৮.৫ শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় তা ৯৬.২১ শতাংশ।
সোমবার দুপুর ২টো নাগাদ ফল ঘোষণা করেন কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই)। দশম শ্রেণিতে দেশের সেরা হয়েছে মুম্বইয়ের স্বয়ম দাস। তার প্রাপ্ত স্কোর ৯৯.৪ শতাংশ। অন্যদিকে, ৯৯.৫ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণিতে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে সাত পরীক্ষার্থী। এদের মধ্যে দুজন বাঙালি। একজন— মুম্বইয়ের অভিজ্ঞান চক্রবর্তী। অপরজন, পানিহাটির কৌশিকী দাশগুপ্ত চৌধুরী।
কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেরি অ্যারাথুন জানান, ‘CAREERS’ পোর্টাল, সংস্থার ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। এসএমএস-এ ফল জানতে পরীক্ষার্থীদের টাইপ করতে হবে আইসিএসই বা আইএসসি। এরপর তাদের সাত সংখ্যার ইউনিক আইডি কোড লিখে পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।