পাঁচ রাজ্যে ভোটের জন্য আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি বদল
![পাঁচ রাজ্যে ভোটের জন্য আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি বদল Icse Reschedules Class X Xii Board Exams Due To Elections পাঁচ রাজ্যে ভোটের জন্য আইসিএসই-আইএসসি পরীক্ষার সূচি বদল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/09220055/icse2-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সিবিএসই-র পর এবার আইসিএসই-আইএসসি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জেরে দিন বদল হল দশম-দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার। বিজ্ঞপ্তি কাউন্সিলের।
আগের সূচিতে বলা হয়েছিল, আইসিএসই বা দশম শ্রেণির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন তা ১০ মার্চ শুরু হবে এবং ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
তবে দশম শ্রেণির পরীক্ষা পিছলেও, সামান্য এগিয়ে আনা হয়েছে আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে। জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল আইএসসি-র। নতুন সময়সূচি অনুযায়ী, তা এখন ৩০ জানুয়ারি শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।
পর্ষদের এক কর্তা জানান, নতুন সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের কাছে বেশি সময় থাকবে প্রস্তুতির জন্য। জানা গিয়েছে, এবছর মোট ২,৫০,৮৭১ পরীক্ষার্থী আইসিএসই-আইএসসি পরীক্ষায় বসবে।
এর আগে ভোটের জন্য পিছিয়ে দেওয়া হয় সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। বোর্ডের তরফে জানানো হয়, এক সপ্তাহ পিছিয়ে পরীক্ষা শুরু হবে ৯ মার্চ। পরীক্ষার সূচি দ্রুত প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)