এক্সপ্লোর
Advertisement
ছেলের মৃত্যু নিয়ে কোনও সাম্প্রদায়িক রং আরোপের তীব্র বিরোধিতা অঙ্কিতের বাবার
নয়াদিল্লি: ভিন ধর্মের একটি মেয়েকে ভালবেসেছিলেন ২৩ বছরের অঙ্কিত। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। আর এই কারণেই গত বৃহস্পতিবার পশ্চিম খয়ালা এলাকায় অঙ্কিতের বাড়ির সামনে তাঁকে খুন করা হয়। অভিযোগ উঠেছে মেয়েটির পরিবারের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে মেয়েটির বাবা, মা এবং কাকা। নিহত অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা তাঁর ছেলের মৃত্যু নিয়ে কোনও সাম্প্রদায়িক রং আরোপের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, অন্য কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ বা বিদ্বেষ নেই।
সদ্য পুত্রহারা যশপাল বলেছেন, ছেলে যদি তাঁকে বলত, তাহলে ছেলের পছন্দের মেয়ের সঙ্গেই তার বিয়ে দিতেন।
যে মেয়েটির সঙ্গে অঙ্কিতের প্রেমের সম্পর্ক ছিল সেই মেয়েটি বলেছেন, আমরা বিয়ে করতে যাচ্ছিলাম।
যশপাল বলেছেন, 'আমরা বিচার চাই। ছেলের খুনিদের যেন ফাঁসির সাজা হয়। আমি সাধারণ মানুষ, মামলা চালানোর মতো অর্থ নেই। যদি দিল্লি সরকার আমাদের ভালো উকিলের বন্দোবস্ত করে দেয়, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাব'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement