এক্সপ্লোর
যদি প্রকাশ রাজ জাতীয় পুরস্কার ফেরাতে চান, তবে তাঁর তা গ্রহণ করাই উচিত নয়, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: যদি কোনও অভিনেতা তাঁকে দেওয়া পুরস্কার ফেরাতে চান, তবে তাঁর তা গ্রহণ করা উচিত নয়। প্রকাশ রাজ প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া।
এ নিয়ে প্রশ্ন করলে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া বলেন, প্রকাশ অত্যন্ত ভাল অভিনেতা.. কিন্তু আজকাল তিনি বামপন্থী হয়েছেন, যা মানুষের চিন্তাভাবনার পরিপন্থী। তাই তাঁর ব্যক্তিগত মত, যে অভিনেতা পুরস্কার ফেরাতে চান, তাঁর পুরস্কার গ্রহণ করা উচিত নয়।
বর্ষীয়াণ সাংবাদিক গৌরী লঙ্কেশের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রকাশ রাজ। তাঁর খুনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে মুখ না খোলায় সমালোচনায় মুখর হন তিনি। বলেন, তাঁর পাওয়া পুরস্কার ফিরিয়ে দিতে ইচ্ছে করছে। যদিও পরে বলেন, বোকার মত পুরস্কার ফেরাবেন না তিনি, কারণ তাঁর কাজের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে আর সে জন্য তিনি গর্বিত।
ঘটনাচক্রে আরও একটি পুরস্কারের জন্য প্রকাশ নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য তাঁকে ডক্টর কোটা শিবরাম কারান্থ হুত্তারা প্রশান্থ পুরস্কার দেওয়া হবে। তবে নির্বাচন মণ্ডলীতে থাকা বিজেপি সদস্যরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছেন।
গৌরীর খুনীদের এখনও ধরতে পারেনি কর্নাটক পুলিশ।
বর্ষীয়াণ অভিনেতা প্রকাশ রাজ কেন্দ্রের সমালোচনায় সরব হয়ে বলেন, তাঁর পাওয়া ৫টি জাতীয় পুরস্কার তাঁর ফিরিয়ে দিতে ইচ্ছে করছে। যদিও পরে বলেন, তিনি বোকা নন যে পুরস্কার ফিরিয়ে দেবেন।

খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
