র্যাগিং: ১৬ পড়ুয়াকে তিন বছর, ৬ জনকে এক বছর সাসপেন্ড করল আইআইটি কানপুর
কানপুর: র্যাগিংয়ের অভিযোগে আইআইটি কানপুরের ২২ পড়ুয়া সাসপেন্ড। স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এই ২২ জনের মধ্যে ১৬ জনকে তিন বছরের জন্য এবং ৬ জনকে ১ বছরের জন্য সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। সকলের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত ২০ অগাস্ট, প্রায় ৩০ জন জুনিয়র পড়ুয়া ৫০ জন সিনিয়রের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ডিনের (ছাত্র-বিষয়ক) কাছে অভিযোগ দায়ের করে। জুনিয়রদের দাবি, তাদের মারা হয়, গালাগালি দেওয়া হয় এবং অমানুষিক কাজ করতে বাধ্য করা হয়।
এরপর সোমবার রাতে সাসপেনসনের এই সিদ্ধান্ত নেয় আইআইটি-কানপুরের সর্বোচ্চ সিদ্ধান্ত-নির্ধারণকারী সেনেট। তার আগে, সেটেনেটর সামনে শুনানি হয়। সেখানে জানানো হয়, সিনিয়রা কীভাবে জুনিয়রদের পোশাক খুলিয়ে অন্য জুনিয়রের সঙ্গে বিভিন্ন আপত্তিকর কাজ করতে বাধ্য করেছে।
শুধু তাই নয়, র্যাগিংয়ের ওই প্রক্রিয়া মোবাইল ফোনে রেকর্ড করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আইআইটি-কানপুরের ডেপুটি ডিরেক্টর মণীন্দ্র অগ্রবাল জানান, যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর। র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এরপরই, ২২ জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সেনেট। এর মধ্যে ১৬ জনকে তিন বছরের জন্য এবং ৬ জনকে ১ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মণীন্দ্র জানিয়ে দেন, সাসপেন্ড হওয়া পড়ুয়ারা ক্ষমার আবেদনও করতে পারবে না। একমাত্র সাসপেনসনের মেয়াদ শেষ হওয়ার পর ফের তারা ভর্তি হতে পারবে।