এক্সপ্লোর
রোহিঙ্গাদের সমর্থন করায় অসম বিজেপি সাসপেন্ড করল মুসলিম নেত্রীকে

গুয়াহাটি: মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের হয়ে মুখ খোলায় এক মুসলিম নেত্রীকে সাসপেন্ড করল অসম বিজেপি। ওই নেত্রীর নাম বেনজির আরফান। রোহিঙ্গাদের প্রতি মায়ানমার সরকারের নীতির বিরোধিতা করে একটি উপবাস সমাবেশে হাজির হওয়ার জন্য ফেসবুক পোস্ট করায় দল সাসপেন্ড করেছে তাঁকে। বেনজির নিজে তিন তালাকের শিকার। তিনি তালাক বিরোধী প্রচারে অসম বিরোধীর মুখ ছিলেন। ২০১২-য় তিনি বিজেপিতে যোগ দেন, ২০১৬-র বিধানসভা ভোটেও দলের টিকিটে লড়েছিলেন। বৃহস্পতিবার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া তাঁকে পার্টি থেকে সাসপেনশনের চিঠি ধরান। বলেন, ৩ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বিজেপির বক্তব্য, দলের সঙ্গে আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মায়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের কর্মসূচির কথা এ ভাবে পোস্ট করে নিময় ভেঙেছেন বেনজির। বেনজির বলেছেন, একজন ব্যক্তি হিসেবে রোহিঙ্গাদের ওপর হামলা সমর্থন করেন না তিনি, তাই ফেসবুকে ওই পোস্টটি শেয়ার করেছিলেন। এ দন্য ক্ষমা চেয়ে দলকে চিঠিও দিয়েছেন তিনি কিন্তু লাভ হয়নি। ফেসবুকে ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম নামে গুয়াহাটির একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে ১৬ তারিখ ওই সমাবেশে যোগ দেওয়ার পোস্টটি করেন তিনি। তবে বেনজিরের দাবি, নিজে তিনি ওই কর্মসূচিতে যোগ দেননি। বেনজির জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। দল যদি তাঁকে বহিষ্কারও করে, তিনি লড়াই চালিয়ে যাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















