এক্সপ্লোর
Advertisement
ভ্যালেন্টাইন্স ডে: নীতি পুলিশগিরি অব্যাহত, চেন্নাইয়ে গাধা-কুকুরের বিয়ে
চেন্নাই: স্বষোঘিত নৈতিকতার ঠিকাদার বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরোধিতা নতুন কিছু নয়। এবার তামিলনাড়ুর চেন্নাইয়ের ভারত হিন্দু ফ্রন্টের ক্যাডাররা অভিনবভাবে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরেোধিতা করল। ধূমধাম সহকারে কুকুরের সঙ্গে গাধার বিয়ে দিল তারা। পরে চেন্নাই পুলিশ তাদের আটক করে।
চেন্নাইয়ের চোলাই এলাকায় ভারত হিন্দু ফ্রন্টের ক্যাডাররা ওই কুকুর ও গাধার গলায় ফুলের মালা পরিয়ে, কপালে চন্দন লেপে দেন। তারপর ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
মহিলা ক্যাডাররা হিন্দুদের বিয়েতে ব্যবহৃত সামগ্রী প্লেটে সাজিয়ে নিয়ে আসেন।
Chennai: Bharat Hindu Front workers get a dog and a donkey married in protest against #ValentinesDay pic.twitter.com/WeG407T3YX
— ANI (@ANI) February 14, 2018
এ তো গেল দক্ষিণ ভারতের কথা। উত্তর ভারতেও নীতি পুলিশদের তাণ্ডব সমানে চলছে। গুজরাতের আহমেদাবাদে বজরং দলের সদস্যরা সবরমতী নদীর তীরে যুগলদের নিগ্রহ করে। পরে পুলিশ দুষ্কৃতিদের আটক করে।
Members of Bajrang Dal harass couples at Sabarmati Riverfront in Ahmedabad. Later detained by police. #ValentinesDay pic.twitter.com/SKM3bLJeVb — ANI (@ANI) February 14, 2018
হায়দরাবাদেও বজরং দলের সদস্যরা ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
Hyderabad: Members of Bajrang Dal staged protest against #ValentinesDay pic.twitter.com/laOsQsj5vN
— ANI (@ANI) February 14, 2018
উত্তরপ্রদেশে এদিন বন্ধ লখনউ বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন দিবসে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঘুরে না বেড়ানোর নির্দেশ জারি করেছে।
এই নির্দেশিকার বিরুদ্ধে মুখ খুলেছেন পড়ুয়ারা। এক ছাত্র বলেছেন, এখানে ভ্যালেন্টাইন দিবস আগেও পালন হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের কোনও নির্দেশিকা জারি করেনি। এখন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে চাইছেন এবং পড়ুয়াদের অধিকার কেড়ে নিতে চাইছেন।
ভ্যালেন্টাইন দিবস পালনকে পশ্চিমী সংস্কৃতি আখ্যা দিয়ে জারি করা ওই নির্দেশিকায় সই রয়েছে বিশ্ববিদ্যালয়ের চিফ প্রোক্টর বিনোদ শর্মার। ওই নির্দেশিকায় এমনকি পড়ুয়াদের বাবা-মায়েদের কাছেও তাঁদের ছেলে-মেয়েদের বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেড়াতে না দেওয়ার আর্জি জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement