এক্সপ্লোর
Advertisement
জঙ্গলে মধ্যরাতে অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব মহিলার, বাইরে তখন অপেক্ষায় ১২টি সিংহ!
আমদাবাদ: রাস্তায়, জাতীয় সড়কে, ট্রেনের বাথরুম, বাসে, বিমানে হঠাৎ করে প্রসব যন্ত্রণা উঠে সন্তান জন্মের ঘটনা এই নিয়ে বহুবার ঘটেছে। কিন্তু জঙ্গলের মধ্যে মধ্যরাতে অ্যাম্বুলেন্সের ভেতর সন্তানের জন্ম এবং সেই সময় গাড়ির চারপাশে দাঁড়িয়ে একডজন পশুরাজ সিংহ। এমন ঘটনা সত্যিই বিরল। গির অভয়ারণ্যের ভেতর গত ২৯ জুন রাতে এমনই ঘটনা ঘটেছে।
মাঙ্গুবেন মাকওয়ানা, ৩২ বছর বয়সি এই মহিলা কোনও দিন তাঁর জীবনে ঘটে যাওয়া এই রাতটির কথা ভুলবেন না। গুজরাতের আমরেলি জেলার এক গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গির অভয়ারণ্য থেকে গ্রামটি সামান্যই দূরে। মধ্যরাতে আচমকাই মাঙ্গুবেনের প্রসব যন্ত্রণা ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর বাচ্চা হয়ে যায়। সে সময় হঠাৎ গাড়ির চালক লক্ষ্য করেন জঙ্গল থেকে এক দঙ্গল সিংহ এসে ঘিরে ধরেছে তাঁদের অ্যাম্বুলেন্সটিকে। প্রায় কুড়ি মিনিট এভাবেই অ্যাম্বুলেন্সের পথ আটকে রেখেছিল সিংহের দলটি। সেই সময় কোনও রকমে সাহস করে, মাঙ্গুবেনকে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রাথমিক চিকিত্সা দিয়ে সুস্থ রাখার চেষ্টা করেন প্যারামেডিক্যাল কর্মীরা। জানা গিয়েছে, ওই সিংহের দলের মধ্যে ছিল তিনটি পুরুষ সিংহও। এই অবস্থায় শুধুমাত্র সাহস সঞ্চয় করে নিজেদের কাজ করে গেছেন ওই কর্মীরা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ। সেসময় সুনাসাপুর গ্রাম থেকে মাঙ্গুবেনকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকাই অ্যাম্বুলেন্স কর্মীরা বুঝতে পারেন মহিলার সন্তান রাস্তাতেই হয়ে যাবে। তখন তাঁরা গাড়ি থামাতে বাধ্য হন। সেসময়ই এই সিংহের হানা ঘটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement