এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিন, ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের বলল নয়াদিল্লি
![সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিন, ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের বলল নয়াদিল্লি India Asks Diplomats In Pakistan To Send Wards Outside For Studies সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিন, ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের বলল নয়াদিল্লি](https://static.abplive.com/abp_images/606558/photo/India%20Pakistan%20flag.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কাশ্মীরকে কেন্দ্র করে দু দেশের চলতি সংঘাতের আবহেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত কূটনীতিক ও অন্য অফিসারদের পাকিস্তানের বাইরে তাঁদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে বলল ভারত সরকার। সন্তানরা বর্তমানে পাকিস্তানের যেসব স্কুলে পড়াশোনা করছে, সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে বাইরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে কূটনীতিক, অফিসারদের।
প্রসঙ্গত, পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের অধিকাংশের ছেলেমেয়েরাই সেখানকার আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করে। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক চাপানউতোরের মধ্যেই এহেন পদক্ষেপ করল নয়াদিল্লি।
এ ব্যাপারে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, বিশ্বের সব দেশই অন্য দেশে তাদের কূটনৈতিক মিশনগুলির কর্মীদের ব্যাপারে সংশ্লিষ্ট পলিসি রিভিউ করে থাকে। সংশ্লিষ্ট দেশগুলির চলতি পরিস্থিতিও বিবেচনার মধ্যে রাখা হয়। এটাই সাধারণ রীতি। এক্ষেত্রেও তা করা হয়েছে।
তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত অফিসারদের পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত পাকিস্তানের বাইরে তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের প্রায় ৫০জন সন্তান সেখানকার স্কুলে পড়াশোনা করতে যায়। বিদেশমন্ত্রকের এক কর্তা বলেন, এই নির্দেশের ফলে কার্যত ‘স্কুলে না যাওয়া দেশের’ স্তরে নামিয়ে দেওয়া হল পাকিস্তানকে।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে সেখানকার বিক্ষোভে লাগাতার ইন্ধন দিয়ে চলেছে পাকিস্তান। ‘কাশ্মীরের পাকিস্তানে অন্তর্ভুক্তি দিবস’, ‘কালা দিবস’ পালন করেছে তারা। ভারতীয় হাই কমিশনে মিছিল করে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে গত সপ্তাহেই ভারতের তরফে পাকিস্তানের কাছে দাবি তোলা হয়, ইসলামাবাদের হাইকমিশনের কূটনীতিক ও অফিসারদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাঁদের গায়ে যেন একটি আঁচড়ও না পড়ে!
এবার ভারতীয় কূটনীতিকদের তাঁদের ছেলেমেয়েদের পাকিস্তানের বাইরে পড়তে পাঠানোর কথা বলার মধ্য দিয়ে নওয়াজ শরিফের দেশের প্রতি ভারতের অনাস্থাই ফুটে উঠল বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারতীয় কূটনীতিকদের নয়াদিল্লির পরামর্শ প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া ইসলামাবাদে বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ, প্রশাসনিক ব্যাপার। দু মাস আগেই আমরা এ ব্যাপারে অবহিত হই। এ নিয়ে পরবর্তী আর কোনও বার্তা আমাদের দেওয়া হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)