এক্সপ্লোর
রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল সংস্থার সদস্য হল ভারত, আসন পেতে ব্যর্থ চিন
ফের বিশ্বমঞ্চে তাৎপর্যপূর্ণ সাফল্য ভারতের। রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইসিওএসওসি)-র সংস্থা কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (সিএসডব্লু)-র সদস্য নির্বাচিত হল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই তথ্য জানিয়েছেন।
![রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল সংস্থার সদস্য হল ভারত, আসন পেতে ব্যর্থ চিন India Becomes Member Of UNs Economic And Social Council Body, China Fails To Secure Seat রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল সংস্থার সদস্য হল ভারত, আসন পেতে ব্যর্থ চিন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/15155312/Untitled-6.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের বিশ্বমঞ্চে তাৎপর্যপূর্ণ সাফল্য ভারতের। রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইসিওএসওসি)-র সংস্থা কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (সিএসডব্লু)-র সদস্য নির্বাচিত হল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই তথ্য জানিয়েছেন।
ট্যুইটারে তিরুমূর্তি জানিয়েছেন, ভারত মর্যাদাপূর্ণ ইসিওএসওসি সংস্থার আসনে জয়ী হল। কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (সিএসডব্লু)-র সদস্য নির্বাচিত হল ভারত। লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়নের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সমস্ত উদ্যোগের স্বীকৃতি এই ঘটনা। সমর্থনের জন্য সদস্যদের ধন্যবাদ।
জানা গেছে, ভারত এই মর্যাদাপূর্ণ সংস্থায় ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত চার বছর সদস্য থাকবে।
রাষ্ট্রপুঞ্জের কমিশন অন স্ট্যাটাস অফ উইমেনের সদস্য নির্বাচনে ভারত, চিন ও আফগানিস্তান সহ তিনটি দেশ অংশ নিয়েছিল। ৫৪ সদস্যের অধিকাংশ ভোটই পেয়েছে ভারত ও আফগানিস্তান। চিনা অর্ধেক ভোটও পায়নি।
চলতি বছর বেজিং ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন-র ২৫ তম বার্ষিকী।
লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়ন প্রসারের জন্য সিএসডব্লু অন্যতম প্রধান আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
ব্যবসা-বাণিজ্যের
শিক্ষা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)