UGC NET : ১৫ জানুয়ারির পরিবর্তে কবে হবে UGC NET, তারিখ ঘোষণা
NTA : সংস্থার তরফে জানানো হয়েছিল শীঘ্রই নতুন পরীক্ষার (UGC NET Exam) তারিখ ঘোষণা করা হবে। মঙ্গলবারই সেই তারিখ ঘোষণা করেছে NTA ।
NTA : সোমবারই ১৫ তারিখের UGC NET-এর পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংস্থার তরফে জানানো হয়েছিল শীঘ্রই নতুন পরীক্ষার (UGC NET Exam) তারিখ ঘোষণা করা হবে। মঙ্গলবারই সেই তারিখ ঘোষণা করেছে NTA ।
UGC-NET 2024: আজ কী জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি
মঙ্গলবার ইউজিসি-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি-নেট) ডিসেম্বর 2024 15 জানুয়ারি পরীক্ষা স্থগিত করেছে। আজ সংশোধিত তারিখ প্রকাশ করেছে সংস্থা৷ নতুন সময়সূচি অনুসারে, পরীক্ষাগুলি এখন 21 ও 27 জানুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে। পরীক্ষার অ্য়াডমিট কার্ড শীঘ্রই NTA প্রকাশ করবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অন্তত সেই কথাই বলছে।
UGC-NET 2024: কখন পরীক্ষা জানেন আপনি
UGC-NET 2024 ওএমআর দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে 85 টি বিষয়ের জন্য অনুষ্ঠিত হচ্ছে। দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে এই টেস্ট। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পাশ করতে কাদের কত নম্বর লাগবে
এই পরীক্ষায় দুটি পেপার থাকবে পত্র। এখানে ফার্স্ট 100 নম্বরের 50টি প্রশ্ন থাকে। যেখানে সেকেন্ড পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন থাকে। প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে অসংরক্ষিত বিভাগে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে 40 শতাংশ নম্বর স্কোর করতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের অন্তর্গত তাদের ডিসেম্বর সেশনের পরীক্ষাটি পাস করার জন্য ন্যূনতম 35 শতাংশ নম্বর পেতে হবে।
UGC-NET 2024: সোমবার কী জানিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
গতকাল এনটিএ এক বিবৃতিতে বলেছিল, “ পোঙ্গল, মকর সংক্রান্তি এবং অন্যান্য উৎসবের কারণে 15 জানুয়ারি 2025 তারিখে UGC - NET ডিসেম্বর 2024 পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শুধুমাত্র 15 জানুয়ারি 2025-এ নির্ধারিত UGC-NET ডিসেম্বর 2024 পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। 16 জানুয়ারি 2025 তারিখে নির্ধারিত পরীক্ষা পূর্বের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।"
UGC-NET 2024: তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী কী বলেছিলেন
UGC-NET ডিসেম্বর 2024 পরীক্ষা 3 থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭ জানুয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, এই নির্দিষ্ট সময় পোঙ্গল উৎসব রয়েছে। তাই UGC-NET পরীক্ষার দিনক্ষণ বদলালে সুবিধা হবে সবার।
আরও পড়ুন : Google Search: গুগলে এই বিষয়গুলি সার্চ করছেন ? জেলে যেতে হবে আপনাকে !
Education Loan Information:
Calculate Education Loan EMI