উত্তর কোরিয়া: পরমাণু পরীক্ষার নিন্দা ভারতের, ‘বুঝিয়ে’ লাভ নেই, আক্রমণ ট্রাম্পের
নয়াদিল্লি ও ওয়াশিংটন: উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার তীব্র নিন্দা করল ভারত। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ‘বোঝানোর’ নীতি পিয়ংইয়ং-এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
রবিবার, ষষ্ঠবারের জন্য পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর সরকারি সূত্রের দাবি, এদিন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়।
প্রতিক্রিয়ায় ভারত জানায়, এমন কোনও কিছু যেন না করা হয়, যাতে কোরীয় অঞ্চলের সামগ্রিক শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হয়। এদিন বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, উত্তর কোরিয়া ফের আন্তর্জাতিক দায়বদ্ধতার বাইরে গিয়ে কাজ করল। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।
ভারতের দাবি, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপের সামগ্রিক পারমাণবিক নিরস্ত্রকরণের প্রক্রিয়াকে জোর ধাক্কা দেবে। পিয়ংইয়ংকে নয়াদিল্লির আহ্বান, এমন কোনও কাজ করা থেকে বিরত থাকা উচিত যাতে ওই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হয়।
শুধু ভারত নয়। এদিন উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চিনের জন্য ‘অস্বস্তির ও আশঙ্কার’ বিষয়। তিনি সতর্ক করেন, ‘বোঝানোর’ নীতি পিয়ংইয়ং-এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রপ্রসার নিয়ে ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনা হয়। সেখানে, উত্তর কোরিয়াকে ‘বোঝানোর’ চেষ্টা করার আশ্বাস দিয়েছিলেন জিনপিং। এদিন সেই বিষয়টিকেই স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প।