এক্সপ্লোর
Advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পাঁচ হাজার কোটি মূল্যের ১৪৫টি কামান কিনবে ভারত
নয়াদিল্লি: ১৯৮০ সালের বোফর্স কেলেঙ্কারির পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কামান কেনার জন্যে পাঁচ হাজার কোটি মূল্যের চুক্তি স্বাক্ষর করছে ভারত। এরজন্যে মার্কিন প্রশাসন একটি (লেটার অফ অ্যাকসেপট্যান্স) পাঠায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রককে। তাতে অনুমোদন দিয়েও দিয়েছে ভারত সরকার। এরফলে ভারত - মার্কিন প্রশাসনের মধ্যে কামান কেনার জন্যে চুক্তি প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ার পথে আরও এক ধাপ এগোল।
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারত ১৪৫টি এম ৭৭৭ আল্ট্রা-লাইট হাউইত্জার কিনছে, এবং এই অস্ত্র মূলত ভারত-চিন সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা থাকবে।
সূত্রের খবর, ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তির বাস্তবায়নের জন্যে পাঁচ হাজার কোটি টাকার অনুমোদনও দিয়ে দিয়েছে মন্ত্রিসভা।
প্রসঙ্গত, দিল্লিতে সম্প্রতি শুরু হয়েছে ১৫তম ভারত-মার্কিন মিলিটারি কোওপারেশন সম্মেলন। সেখানেই দুদিনব্যাপী বৈঠকের পর এই চুক্তির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তরফে এয়ার মার্শাল এএস ভোঁসলে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডেভিড এইচ বার্গার, মার্কিন মেরিন কর্পোরেশন ফোর্সের কম্যান্ডার এবং লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া।
সূত্রের খবর, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন প্রশাসনকে একটি চিঠি লিখে এম ৭৭৭ কেনার জন্যে আর্জি জানিয়েছিল। সেই চিঠিতেই বলা হয়েছিল মূলত অরুণাচল প্রদেশ ও লাদাখ সীমান্তে মোতায়েন করা থাকবে এই কামানগুলো। সেই চিঠিতে সাড়া দিয়ে মার্কিন প্রশাসন এই অস্ত্র কেনার জন্যে তাঁদের নির্দিষ্ট কিছু নিয়ম ভারতের কাছে পাঠায়। সেই নিয়মের সঙ্গে সহমত হয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এই চুক্তি স্বাক্ষরের পথে আরও কয়েক ধাপ এগোয়।
প্রসঙ্গত, ২৫টি কামান ভারতে আসবে আকাশপথে। আর অন্যগুলো এখানে যন্ত্রাংশ এনে মিলিয়ে নেওয়া হবে। চুক্তি সইয়ের ছমাসের মধ্যে দুটো হাউইত্জার ভারতে পাঠাবে মার্কিন প্রশাসন। এরপর থেকে চুক্তি অনুযায়ী প্রতিমাসে দুটো করে হাউইত্জার ভারতে আসবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement