(Source: ECI/ABP News/ABP Majha)
নোট বাতিলের পর এবার সোনা মজুতের সীমা বেঁধে দেবে কেন্দ্র!
নয়াদিল্লি: নোট বাতিলের পর বেনামী সম্পত্তির ওপর নজর দেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে কেন্দ্র। এবার, সোনা কেনার ওপরও গণ্ডি বেঁধে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, কালো টাকা বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে কোমর বাঁধছে মোদী সরকার। সেই লক্ষ্যে, এবার সোনা কেনাবেচার ওপর তীক্ষ্ণ নজর রাখতে চলেছে কেন্দ্র। যদিও, এই প্রসঙ্গে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর গত সপ্তাহে দেশে সোনার বিক্রির পরিমাণ দুবছরের মধ্যে সবচেয়ে বেশি। কারণ, অনেকেই সংশয়ে ছিলেন, যে নোটের পর এবার মোদী সোনা আমদানির ওপর সীমাবদ্ধতা চাপাতে পারে।
এখানে বলে রাখা প্রয়োজন, ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী রাষ্ট্র। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ফি-বছর প্রায় ১০০০ টন সোনা এখানে কেনাবেচা হয়। এর মধ্যে এক-তৃতীয়াংশই হয় কালো টাকায়।
সূত্রের দাবি, ইতিমধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে নগদ-নির্ভর সোনা পাচার অনেকটাই কমে গিয়েছে। যার জেরে খোলা বাজারে সোনার দাম অনেকটাই পড়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখন গ্রাহকদের হাতে নগদ না থাকায় এবং দাম কমার ফলে, চলতি ত্রৈমাসিকে খুচরো সোনার জোগান অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ, যাঁদের হাতে সোনা মজুত রয়েছে, দাম কমার জন্য তাঁরা তা বেচতে চাইবে না।